Government Bus

সরকারি বাসের সংখ্যা বাড়ানোর মরিয়া চেষ্টায় পরিবহণ দফতর

একাধিক রুটে সরকারি বাসের উপস্থিতি কেমন, তা আজ, সোমবার থেকে সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ সচিব সৌমিত্র মোহন।

Advertisement
ফিরোজ ইসলাম 
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৮:৩৩
কলকাতায় সারা দিনে সব ক’টি সরকারি পরিবহণ নিগম মিলিয়ে দৈনিক ৫৫০টি বাস পথে নামে বলে খবর।

কলকাতায় সারা দিনে সব ক’টি সরকারি পরিবহণ নিগম মিলিয়ে দৈনিক ৫৫০টি বাস পথে নামে বলে খবর। —ফাইল চিত্র।

বিমানবন্দর, নবান্ন-সহ বেশ কিছু রুটে বাসের অপেক্ষায় বিভিন্ন স্টপে যাত্রীদের অপেক্ষা করতে দেখে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই নড়েচড়ে বসে একাধিক রুটে বাসের সংখ্যা এবং ট্রিপ বাড়ানোর মরিয়া চেষ্টা শুরু করেছে পরিবহণ দফতর। বিমানবন্দর, সেক্টর ফাইভ, ই এম বাইপাস, বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতাল, বিমানবন্দর-সহ একাধিক রুটে সরকারি বাসের উপস্থিতি কেমন, তা আজ, সোমবার থেকে সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পরিবহণ
সচিব সৌমিত্র মোহন। কোথায়, কত ক্ষণ অন্তর বাস মিলছে, তা-ও দেখবেন তাঁরা।

Advertisement

মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরিপ্রেক্ষিতে রাস্তায় যে বাসের সংখ্যা কিছুটা কম, তা কার্যত মেনে নিয়েছে পরিবহণ দফতর। বিভিন্ন রুটে যাত্রীদের চাহিদা খতিয়ে দেখে সকাল এবং বিকেলের ব্যস্ত সময়ে বাসের উপস্থিতি বাড়াতে ট্রিপ সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দফতর সূত্রের খবর। তবে বাধা হয়ে দেখা দিচ্ছে পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টরের অভাব। সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের একাংশ অবসর নিয়েছেন। সেই শূন্যস্থান পূরণে সময় মতো নিয়োগ হয়নি বলে অভিযোগ। এই সমস্যার সমাধানে পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর।

কলকাতায় সারা দিনে সব ক’টি সরকারি পরিবহণ নিগম মিলিয়ে দৈনিক ৫৫০টি বাস পথে নামে বলে খবর। ওই সব বাস যাতে সকাল এবং সন্ধ্যাবেলা মিলিয়ে অন্তত তিনটি করে ট্রিপ সম্পূর্ণ করে, তার উপরে আগেই জোর দেওয়া হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। এ ছাড়াও, অতিরিক্ত চাহিদা সামাল দিতে আরও ৮৯৮টি ট্রিপ বাড়ানো হয়েছে। সব মিলে প্রায় ৪২০০ ট্রিপ বাস চালানো হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রের খবর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোর বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সীমাবদ্ধতা সত্ত্বেও লক্ষ্য পূরণের সব রকম চেষ্টা চলছে।’’

পরিবহণ দফতর সূত্রের খবর, রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, রবীন্দ্র সদন মোড়কে
কেন্দ্র করে চক্রাকার রুটে চারটি বাস চালানো হচ্ছে। ওই সব বাস সারা দিনে ২৪টি ট্রিপ করছে। এ ছাড়াও, ২৬টি রুটে ১৫৬টি ট্রিপ বাড়ানো হয়েছে। ওই সব রুটের মধ্যে
হাতিশালা, শাপুরজি, উল্টোডাঙা, করুণাময়ী, বেহালা, বারাসত, কামালগাজি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পথ রয়েছে। নবান্নকেন্দ্রিক রুটে বাসের ট্রিপের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ১০ করা হয়েছে। এ ছাড়াও, শহরের কিছু গুরুত্বপূর্ণ টার্মিনাস ছুঁয়ে চলা উত্তর এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ক্ষেত্রেও বাসের সংখ্যা বেড়েছে বলে সূত্রের খবর।

Advertisement
আরও পড়ুন