Father Stabs Son

কলকাতায় মত্ত বাবার হাতে খুন নেশাসক্ত ছেলে! দেরি করে বাড়ি ফেরা নিয়ে ঝামেলায় ছুরির কোপ

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় রমেশ মত্ত অবস্থায় ছিলেন। অন্য দিকে, রোশন ডেনড্রাইটের নেশায় আসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মে ২০২৪ ১০:৪৬

—প্রতীকী ছবি।

পিতার ছুরির কোপে মৃত্যু হল পুত্রের! মঙ্গলবার রাতে খাস কলকাতার ঘটনা। অভিযুক্তের নাম রমেশ থাপা। নিহত পুত্রের নাম রোশন থাপা (২৩ বছর)। বেনিয়াপুকুরের ডিহি শ্রীরামপুর রোডের বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পুত্র রোশনের দেরিতে বাড়ি ফেরা নিয়ে তাঁর সঙ্গে বচসা বাধে বাবা রমেশের। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তখনই রমেশ ছুরি নিয়ে ছেলের উপর চড়াও হন বলে অভিযোগ। গভীর রাতে রোশনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় রমেশ মত্ত অবস্থায় ছিলেন। অন্য দিকে, রোশন ডেনড্রাইটের নেশায় আসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। রোশন দেরি করে বাড়ি ফেরার পরেই তাঁর সঙ্গে ঝামেলা শুরু হয়ে রমেশের। উত্তপ্ত বাদানুবাদের পর রমেশ ছুরি নিয়ে পুত্রের বাঁ পায়ের ঊরুতে কোপ মারেন। রাত সওয়া ১টা নাগাদ রোশনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করতেও খোঁজ চলছে।

Advertisement
আরও পড়ুন