Fake Voter Card

বেআইনি ভোটার কার্ড তৈরি করে ধৃত

পুলিশের অনুমান, ভারতীয় ভোটার কার্ড তৈরি ও বিক্রির একটি চক্রের পান্ডা সৌমেন। বাংলাদেশিদের কাছেও সে ভারতীয় ভোটার কার্ড বিক্রি করত বলে পুলিশের দাবি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৭:২১
ধৃতের নাম সৌমেন রায়।

ধৃতের নাম সৌমেন রায়। —প্রতীকী চিত্র।

বেআইনি ভাবে ভোটার কার্ড তৈরি করার অভিযোগে বৃহস্পতিবার রাতে অশোকনগরের কচুয়ার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৌমেন রায়।

Advertisement

পুলিশের অনুমান, ভারতীয় ভোটার কার্ড তৈরি ও বিক্রির একটি চক্রের পান্ডা সৌমেন। বাংলাদেশিদের কাছেও সে ভারতীয় ভোটার কার্ড বিক্রি করত বলে পুলিশের দাবি। এক পুলিশকর্তার কথায়, ‘‘ভারতীয় ভোটার কার্ড পেতে অন্য পরিচয়পত্রও থাকা প্রয়োজন। সে সব বিভিন্ন স্তরে খতিয়ে দেখা হয়। কিন্তু সৌমেন সব কিছুর ব্যবস্থা করে দিত।’’

গত সোমবার অনুপ্রবেশের অভিযোগে হাবড়া থেকে মহম্মদ মতিউর রহমান ওরফে মতিন সরকার ওরফে মহম্মদ মতিন আলি নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের থেকে পুলিশ উদ্ধার করেছিল ভারতীয় ভোটার কার্ড। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে তারা সৌমেনের নাম জানতে পারে। তদন্তকারীদের দাবি, সৌমেন মাথাপিছু কার্ডের জন্য পাঁচ হাজার টাকা বা তার বেশি নিত। এলাকাবাসীর দাবি, সৌমেনের কাছে আসতেন বাংলাদেশিরা।

Advertisement
আরও পড়ুন