Building Tilts in Baranagar

হেলা বাড়ির খোঁজ বরাহনগরেও

শুক্রবার বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে হেলে পড়া বহুতল নিয়ে প্রশ্ন উঠল। জানা যাচ্ছে, বিদ্যায়তন সরণিতে পাশাপাশি দু’টি পাঁচতলা বাড়ি রয়েছে। তারই একটির একেবারে উপরের তল প্রায় ঠেকে গিয়েছে পাশের বহুতলের সঙ্গে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৬:০১
কলকাতায় একের পর এক বিপজ্জনক ভাবে হেলে পড়া বহুতলের খোঁজ মিলতে শুরু করেছে।

কলকাতায় একের পর এক বিপজ্জনক ভাবে হেলে পড়া বহুতলের খোঁজ মিলতে শুরু করেছে। —ফাইল চিত্র।

কলকাতায় একের পর এক বিপজ্জনক ভাবে হেলে পড়া বহুতলের খোঁজ মিলতে শুরু করেছে। এরই মধ্যে শুক্রবার বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে হেলে পড়া বহুতল নিয়ে প্রশ্ন উঠল। জানা যাচ্ছে, বিদ্যায়তন সরণিতে পাশাপাশি দু’টি পাঁচতলা বাড়ি রয়েছে। তারই একটির একেবারে উপরের তল প্রায় ঠেকে গিয়েছে পাশের বহুতলের সঙ্গে। স্থানীয়েরা জানাচ্ছেন, বহু বছর ধরেই এই অবস্থায় রয়েছে বাড়ি দু’টি।

Advertisement

৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি রামকৃষ্ণ পাল বলেন, ‘‘২০১৬ সাল থেকে এই অবস্থা। তখন দল আমাকে সাসপেন্ড করেছিল। বহুতল দু’টি চারতলা ছিল। পরে পুর প্রধান একটি তল বৃদ্ধির অনুমোদন দিয়েছিলেন। প্রাক্তন বিধায়ক, পুরপ্রতিনিধিরা সবাই সব জানেন।’’ যদিও বরাহনগরের চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের দাবি, ‘‘এটা ১০-১৫ বছর আগের ঘটনা। কয়েক বছর আগে বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি, প্রোমোটার গ্রেফতার হয়েছিলেন।’’

Advertisement
আরও পড়ুন