Mysterious Death

তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্য-মৃত্যু

পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে জানান। মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২৪)। তাঁর বাড়ি গরফা থানা এলাকায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৯:১৩
মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২৪)।

মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২৪)। —প্রতীকী চিত্র।

একটি বহুতল অফিস চত্বর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়াল সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে। ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন বহুতলের নিরাপত্তারক্ষী এবং সেখানে অবস্থিত বিভিন্ন অফিসের কর্মীরা। খবর যায় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে জানান। মৃতের নাম পরিবেশ চট্টোপাধ্যায় (২৪)। তাঁর বাড়ি গরফা থানা এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা ৭টার কিছু পরে ১৯তলা ওই অফিস ভবনের উপর থেকে ভারী কিছু নীচে পড়ে যাওয়ার আওয়াজ শোনেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে তাঁরা এবং অন্য লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পৌঁছন বিধাননগর কমিশনারেটের আধিকারিকেরা। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়। স্থানীয়দের একাংশ জানান, ওই ব্যক্তি সম্ভবত উপর থেকে ঝাঁপ দিয়েছেন।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ওই বহুতলের ১৬তলায় একটি তথ্যপ্রযুক্তি অফিসে কর্মরত ছিলেন পরিবেশ। তবে এটি আত্মহত্যা, না কি ঘটনার পিছনে অন্য রহস্য রয়েছে, তা জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। তার রিপোর্ট আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে তারা।

Advertisement
আরও পড়ুন