Kolkata Metro

মেট্রোয় বিভ্রাট, দমদম-দক্ষিণেশ্বরের মধ্যে ব্যাহত পরিষেবা, ভোগান্তির শিকার যাত্রীরা

নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণেই মেট্রো পরিষেবায় সমস্যা হয়েছে। দ্রুত সেই সমস্যা মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন মেট্রোকর্মীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৩:২৯

—ফাইল চিত্র।

নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাট! তার জেরে সোমবার দুপুরে বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। বেলা ১২টার পর দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা ব্যাহত হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। তবে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

নিত্যযাত্রীরা জানাচ্ছেন, দক্ষিণেশ্বর থেকে কোনও মেট্রো দমদম পর্যন্ত আসছে না। স্টেশনে মাইকে তা জানানো হচ্ছে। দক্ষিণেশ্বর, বরাহনগর, নোয়াপাড়াতে টিকিট দেওয়া হচ্ছে না। কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা-ও স্পষ্ট করে জানাচ্ছেন না মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে অনেক যাত্রীই ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে মেট্রোর আশা ছেড়ে ট্রেন বা সড়কপথে গন্তব্যে রওনা দিচ্ছেন।

নোয়াপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণেই মেট্রো পরিষেবায় সমস্যা হয়েছে। দ্রুত সেই সমস্যা মিটিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন মেট্রোকর্মীরা। অতীতেও সিগন্যাল বিভ্রাটের কারণে দক্ষিণেশ্বর এবং দমদমের মধ্যে পরিষেবা ব্যাহত হয়। এতে সমস্যায় পড়েন অফিসযাত্রীরা।

উল্লেখ্য, প্রায়ই মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসছে। এতে পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনেই বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যা রুখতে মেট্রো কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিয়েছেন। যাত্রীদের সচেতনও করা হচ্ছে। তবে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার প্রবণতা কিছুতেই কমছে না।

আরও পড়ুন
Advertisement