Kolkata Crime News

চিংড়িঘাটায় গলায় কাঁচি চালিয়ে খুন! ভাসানে জোরে গান চালানো নিয়ে বচসা, বিক্ষোভে উত্তপ্ত এলাকা

চিংড়িঘাটায় এক যুবককে কাঁচি দিয়ে কোপ মেরে খুন করা হয়েছে। জগদ্ধাত্রী পুজোর ভাসানে সাউন্ড বক্স বাজানো নিয়ে ঝামেলা হয়। তার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। অভিযুক্ত পলাতক।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১০:২৪
An image representing death

—প্রতীকী চিত্র।

কলকাতার উপকণ্ঠে আবার খুন। চিংড়িঘাটা এলাকায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা বাধে দুই পক্ষের মধ্যে। ক্রমে তার উত্তাপ বাড়ে। রাগের মাথায় এক যুবকের গলায় কাঁচির কোপ বসিয়ে দেন অন্য জন।

Advertisement

রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কাঁচির কোপে আরও এক জনের আঘাত লেগেছে বলে অভিযোগ। মৃত যুবকের নাম সাহেব আলি সর্দার। তাঁকে খুনে অভিযুক্ত বিট্টু সর্দার।

অভিযোগ, শনিবার রাতে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছিল চিংড়িঘাটার বাসন্তী দেবী কলোনি এলাকায়। সেখানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। জোরে গান চালানোর প্রতিবাদ করা হয়। তার জেরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবকেরা। কাঁচি নিয়ে সাহেবের দিকে তেড়ে যান বিট্টু।

বিট্টুকে এখনও গ্রেফতার করা যায়নি। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁকে নিয়ে এলাকায় ক্ষোভ রয়েছে। অভিযোগ, এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে।

রবিবার সকাল থেকে তাঁকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তারা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন
Advertisement