Kolkata Unnatural Death

রাতে জন্মদিনের পার্টি, জোড়াসাঁকোয় সোম সকালে উদ্ধার যুবকের দগ্ধ দেহ! তদন্তে পুলিশ

সোমবার সকালে জোড়াসাঁকো থানার পুলিশ খবর পায়, বাড়িতে পোড়া ক্ষত নিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছেন যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭
জোড়াসাঁকোয় যুবকের দগ্ধ দেহ উদ্ধার।

জোড়াসাঁকোয় যুবকের দগ্ধ দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতার জোড়াসাঁকো এলাকায় দগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, রাতে নিজের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন যুবক। পরদিন সকালেই বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর দগ্ধ দেহ! কী ভাবে আগুন লাগল, কী ভাবেই বা তাতে যুবক দগ্ধ হলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশের কাছে এ বিষয়ে কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম (২৫)। তিনি রবীন্দ্র সরণির বাসিন্দা। সোমবার সকাল ১০টা ১৮ মিনিট নাগাদ জোড়াসাঁকো থানায় খবর যায়, বাড়িতে অচৈতন্য হয়ে পড়ে আছেন প্রশান্ত। তাঁর শরীরে পোড়া ক্ষতও রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

যুবকের হাত, পা এবং পেটে পোড়া ক্ষত ছিল বলে খবর। তাঁকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে পাঠায়। যুবককে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, জোড়াসাঁকোর রবীন্দ্র সরণির ওই বাড়িতে গত ২০ বছর ধরে থাকছিলেন যুবক। মাসখানেক আগে তিনি নিউ আলিপুর এলাকার একটি সংস্থায় কাজে যোগ দেন। রবিবার রাতে নিজের জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। প্রাথমিক ভাবে এই ঘটনায় কোনও চক্রান্তের হদিস মেলেনি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। জন্মদিনের পার্টিতে কারা কারা আমন্ত্রিত ছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে। পার্টিতে কী ঘটেছিল, কখন এবং কী ভাবে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আগুনে পুড়েই তাঁর মৃত্যু হয়েছে কি না, ওই রিপোর্ট থেকে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন