মাদক সেবন করা কোনও ‘কুল’ ব্যাপার নয়! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
দেশের যুবসমাজের মধ্যে মাদক সেবনের প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের পর্যবেক্ষণ, মাদক সেবন করা আদৌ কোনও ‘কুল’ ব্যাপার নয়।
পাকিস্তান থেকে সমুদ্রপথে মাদক পাচারের অভিযোগে জনৈক অঙ্কুশ বিপান কপূরের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সোমবার। শুনানির পর রায় দিতে গিয়ে বিচারপতি নাগরত্ন বলেন, “মাদক সেবন কেবল সেবনকারীর আর্থ-সামাজিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতিই করে না, দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতকেও নষ্ট করে।”
মাদক সেবনের প্রবণতা রুখতে সেবনকারীর পিতা-মাতা, সমাজ এবং প্রশাসন— সকলকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছে শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।