Kolkata Rash Driving

গার্ডেনরিচ উড়ালপুলে গার্ডরেলে ধাক্কা বাইকের, জখম কর্তব্যরত এসআই! হেলমেটহীন আরোহী ধৃত

রবিবার রাত দেড়টা নাগাদ গার্ডেনরিচ উড়ালপুলের গার্ডরেলে একটি বাইক ধাক্কা মারে। ঘটনাস্থলে জখম হন কর্তব্যরত এসআই। তাঁর বাঁ কানে আঘাত লেগেছে। তিনি এসএসকেএমে চিকিৎসাধীন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১১:০৯
গার্ডেনরিচ উড়ালপুলে গার্ডরেলে ধাক্কা বাইকের, জখম এসআই।

গার্ডেনরিচ উড়ালপুলে গার্ডরেলে ধাক্কা বাইকের, জখম এসআই। —ফাইল চিত্র।

গার্ডেনরিচ উড়ালপুলে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ধাক্কা মারল গার্ডরেলে। জখম হলেন কর্তব্যরত পুলিশকর্মী। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হেলমেট না পরে অনিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর অভিযোগ রয়েছে।

Advertisement

রবিবার রাতের ঘটনা। রাত দেড়টা নাগাদ গার্ডেনরিচ উড়ালপুলে ওই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই সময়ে এলাকায় নাকা চেকিং চলছিল। উড়ালপুল দিয়ে প্রচণ্ড গতিতে বাইক ছোটাচ্ছিলেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। যুবকের আঘাত না লাগলেও গার্ডরেলটি ছিটকে যায়। ঘটনাস্থলে কর্তব্যরত ছিলেন পশ্চিম বন্দর থানার এসআই রাজেশ মোদক। গার্ডরেলের ধাক্কায় তিনি জখম হন। তাঁর বাঁ কানে আঘাত লাগে। রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও সেখানে চিকিৎসাধীন তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাইকআরোহীর নাম অর্জুন সিংহ। বয়স ১৮ বছর। তিনি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করে রাতে পশ্চিম বন্দর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। অসতর্ক ভাবে বাইক চালানো এবং হেলমেট না পরে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কী কারণে তিনি হেলমেট না পরে বাইকে গতির ঝড় তুলেছিলেন, কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যুবক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন