গ্রাফিক: শৌভিক দেবনাথ।
মধ্যরাতেও চলছে প্রতিবাদ। হাজরা মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অদূরে পথনাটিকা, গান ও স্লোগানের মাধ্যমে চলছে প্রতিবাদ কর্মসূচি।
(বাঁ দিকে) আরজি করের ভিতরে পাহারায় আধা সেনার জওয়ানেরা। হাসপাতালের বাইরে চলছে প্রতিবাদ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
বৈদ্যবাটিতে রাস্তায় গ্রাফিত্তির মাধ্যমে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
আরজি কর হাসপাতালের বাইরে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
অভিযুক্ত যুবক।
গড়িয়ায় প্রতিবাদী মহিলাদের ছবি ও ভিডিয়ো তোলার অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করলেন আন্দোলনকারীরা। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে।
শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্ত। —নিজস্ব চিত্র।
শ্যামবাজারে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়তে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘গো ব্যাক’ স্লোগানও শুনতে হল তাঁকে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পরেও আন্দোলনকারীদের ধিক্কার স্লোগান শুনে গাড়িতে উঠে বেরিয়ে গেলেন অভিনেত্রী।
গড়িয়ায় মহিলাদের রাত দখলের কর্মসূচিতে মহিলা আন্দোলনকারীদের কটূক্তি করার অভিযোগ এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করছে। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কর্মসূচি। —নিজস্ব চিত্র।
বালুরঘাটে প্রতিবাদ কর্মসূচিতে মানুষের ঢল।
বালুরঘাটে প্রতিবাদ কর্মসূচি। —নিজস্ব চিত্র।
আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার কোচবিহার শহরেও ‘রাতদখল’ কর্মসূচি পালিত হচ্ছে।
কোচবিহারে বুধবারের ‘রাতদখল’। —নিজস্ব চিত্র।
আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার রাতে পথে নেমেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও।
বুধবার রাতে প্রতিবাদে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। —নিজস্ব চিত্র।
আরজি করের ঘটনার বিচার চেয়ে হাওড়াতেও জমায়েত করেছেন সাধারণ মানুষ।
হাওড়ায় নাগরিক জমায়েত। —নিজস্ব চিত্র।
শ্যামবাজারে প্রতিবাদে পথে নেমেছেন টালিগঞ্জের তারকারা। সোলাঙ্কি রায়, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়দের জমায়েতে দেখা গিয়েছে।
শ্যামবাজারে প্রতিবাদে টালিগঞ্জের কলাকুশলীরা। —নিজস্ব চিত্র।
বুধবার রাতে আরজি কর হাসপাতালে প্রতিবাদে শামিল হয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তীও।
আরজি কর চত্বরে অভিনেত্রী উষসী চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
দক্ষিণেশ্বরে রাস্তায় বসে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ।
দক্ষিণেশ্বরে প্রতিবাদ চলছে। —নিজস্ব চিত্র।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বুধবারও পথে নেমেছেন। যাদবপুরে মোমবাতি জ্বেলে বিচার চেয়েছেন তিনি।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী প্রতিবাদে শামিল। —নিজস্ব চিত্র।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদে শামিল সাধারণ মানুষ।
শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
বুধবার রাতে কলকাতার বিভিন্ন এলাকায় নাগরিকদের জমায়েত হয়েছে। সন্তোষমিত্র স্কোয়্যারেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ মানুষ।
সন্তোষমিত্র স্কোয়্যারেও মোম জ্বেলে প্রতিবাদ। —নিজস্ব চিত্র।
নির্যাতিতার বাবা আরজি কর থেকে ঘটনার দিনে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, সে দিন তাঁদের বাড়িতে গিয়ে পুলিশ টাকা দিতে চেয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ পুলিশের মুখের উপর জবাব দিয়েছিল নির্যাতিতার পরিবার।