Lift

কসবার নার্সিং হোমে ছিঁড়ে পড়ল লিফ্‌ট, গুরুতর জখম চিকিৎসক দম্পতি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্ত্রী

নার্সিং হোমের উপরেই রয়েছে ওই দম্পতির ফ্ল্যাট। জানা গিয়েছে, তাঁরাই নার্সিং হোমটি চালান। সোমবার ওই ফ্ল্যাটের লিফ্‌ট ছিঁড়ে বিপত্তি। আহত ব্যক্তির বয়স ৫৫ বছর। মহিলার বয়স ৪৮ বছর।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১৫:৫০
image of lift

দু’জনের অবস্থাই সঙ্কটজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: প্রতীকী

নার্সিং হোমে ছিঁড়ে গেল লিফ্‌ট। কলকাতার কসবার সোমবারের ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক চিকিৎসক দম্পতি। জানা গিয়েছে, ওই চিকিৎসক দম্পতিই নার্সিংহোমটি চালাতেন। স্বামী-স্ত্রী দু’জনেই অন্য একটি হাসপাতালে ভর্তি। দু’জনের অবস্থাই সঙ্কটজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা গিয়েছে, নার্সিং হোমের উপরেই রয়েছে ওই দম্পতির ফ্ল্যাট। সোমবার ওই ফ্ল্যাটের লিফ্‌ট ছিঁড়ে ঘটে বিপত্তি। স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে ছুটে আসেন। দেখেন লিফ্‌ট ছিঁড়ে গুরুতম জখম হয়েছেন ওই চিকিৎসক দম্পতি। ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। মহিলার বয়স ৪৮ বছর। স্থানীয়দের সূত্রেই জানা গিয়েছে, চার তলা থেকে ওই লিফ্‌ট ছিঁড়ে গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, দুই চিকিৎসকের মাথায় চোট লেগেছে। নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কসবা থানায় খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে ছিঁড়ে পড়েছে লিফ্‌ট। তদন্ত চলছে।

Advertisement
আরও পড়ুন