Kolkata Metro

ভাড়া বাড়ছে রাতের শেষ মেট্রোয়, চলতি মাস থেকেই গুনতে হবে অতিরিক্ত ১০ টাকা

আগামী ১০ ডিসেম্বর থেকে নয়া এই নিয়ম কার্যকর হতে চলেছে। এ বার থেকে ব্লু লাইনে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ২০:৪৪
ভাড়া বাড়ছে শেষ মেট্রোয়।

ভাড়া বাড়ছে শেষ মেট্রোয়। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

এ বার থেকে রাতের শেষ মেট্রোয় চড়তে গেলে টিকিটের দামের সঙ্গে দিতে হবে অতিরিক্ত ১০ টাকা! সোমবার এমনটাই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১০ ডিসেম্বর থেকে নয়া এই নিয়ম কার্যকর হতে চলেছে। নির্দেশ অনুযায়ী, এ বার থেকে ব্লু লাইনে রাত ১০টা ৪০ মিনিটের বিশেষ শেষ মেট্রোয় চড়তে গেলে অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের।

Advertisement

গত জুন মাস থেকেই ব্লু লাইনে রাতের শেষ মেট্রোর সময় বদলেছে কলকাতা মেট্রো রেল। মেট্রোযাত্রীদের জন্য কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত বিশেষ রাত্রিকালীন পরিষেবার সময় ১০টা ৪০ মিনিট করা হয়েছে। এত দিন অপরিবর্তিত ভাড়ায় সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে পরীক্ষামূলক ভাবে ওই পরিষেবা চালানো হচ্ছিল। এ বার সেই বিশেষ মেট্রোতেই টিকিটের ভাড়ার সঙ্গে যুক্ত হল অতিরিক্ত ১০ টাকার ‘সারচার্জ’।

সোমবার একটি বিবৃতি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দু’টি বিশেষ মেট্রো চালানো হয়। তবে দেখা গিয়েছে, খুব কম সংখ্যক যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন। তাই দূরত্ব-নির্বিশেষে পরিষেবার প্রতিটি টিকিটের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ যোগ করার পরিকল্পনা করা হয়েছে৷ এই নিয়ম চলতি বছরের ১০ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।’’

রাতে বহু মানুষের চাহিদা পূরণ করা যাবে, প্রাথমিক ভাবে এই আশা নিয়েই বিশেষ মেট্রো পরিষেবা চালু করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। তবে দেখা গিয়েছে যে, রাতের এই পরীক্ষামূলক পরিষেবা হাতে গোনা কয়েক জন যাত্রী ব্যবহার করছেন। তাই খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত।

সপ্তাহের পাঁচ দিন রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম থেকে রাতের শেষ মেট্রো রওনা দেয়। তবে এই পরিষেবা চলাকালীন কোনও স্টেশনে কোনও টিকিট কাউন্টার খোলা থাকে না। যাত্রীদের ইউপিআই পেমেন্ট মোডের মাধ্যমে স্টেশনে বসানো এএসসিআরএম মেশিন থেকে টোকেন সংগ্রহ করতে হয়। অথবা স্মার্ট কার্ডের সাহায্যেও যাতায়াত করতে পারেন যাত্রীরা।

Advertisement
আরও পড়ুন