Kolkata Metro

ছুটির দিনে বন্ধ মেট্রোও, ২৩ ও ২৬-এ বন্ধ থাকবে জোকা-তারাতলা রুটের মেট্রো পরিষেবা

দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকলেও জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭
২৩ ও ২৬ জানুয়ারি বন্ধ থাকবে জোকা-তারাতলা রুটের মেট্রো পরিষেবা।

২৩ ও ২৬ জানুয়ারি বন্ধ থাকবে জোকা-তারাতলা রুটের মেট্রো পরিষেবা। ফাইল চিত্র।

আগামী ২৩ জানুয়ারি (সোমবার) নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রজাতন্ত্র দিবস। আবার ওই দিনই সরস্বতী পুজো। এই দু’দিনই জোকা-তারাতলা রুটে (পার্পল লাইন) মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বসে জানালেন কর্তৃপক্ষ। ওই দিন অধিকাংশ সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকলেও জোকা-তারাতলা রুটেই মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন