Kolkata Municipal Corporation

পরিষেবা স্বাভাবিক রাখতে দরপত্রের নিয়মে বদল পুরসভার

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দুর্গাপুজো, কালীপুজো, ক্রিসমাস, মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী-সহ নানা অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরই করে থাকেন পুর কর্তৃপক্ষ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পূর্ব নির্ধারিত বার্ষিক কর্মসূচির ক্ষেত্রে দরপত্র আহ্বানের নিয়মে বদল আনল কলকাতা পুরসভা। আগে পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য তিন মাস আগে থেকে দরপত্র ডাকতে হত। পরিবর্তিত নিয়মে তা ছ’মাস আগে থেকে ডাকতে হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং পুর পরিষেবা যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতেই এই বদল আনা হয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

Advertisement

স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, দুর্গাপুজো, কালীপুজো, ক্রিসমাস, মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী-সহ নানা অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরই করে থাকেন পুর কর্তৃপক্ষ। কিন্তু অতীতে দেখা গিয়েছে, প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করলেও
এমন একটা সময়ে সেগুলির জন্য দরপত্র আহ্বান করা হয়, যখন
তাড়াহুড়ো থাকে। এর জন্য আপৎকালীন ভিত্তিতে অর্থ দফতরের অনুমোদন নিতে হয়। এই অহেতুক তাড়াহুড়ো বন্ধের জন্যই দু’বছর আগের অক্টোবরে পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন, বার্ষিক এই সমস্ত পূর্ব নির্ধারিত কর্মসূচির ক্ষেত্রে অন্তত তিন মাস আগে থেকে দরপত্র ডাকা হবে। সেই মতো দফতরের কর্তাদের সে কথা জানিয়েও দেওয়া হয়।

কিন্তু তার পরেও দেখা যাচ্ছে, নানা জটিলতায় নির্ধারিত সময়ে, অর্থাৎ তিন মাস আগে দরপত্র ডাকার নিয়ম মানছে না অনেক দফতরই। সে কারণে ঘুরেফিরে সেই আপৎকালীন ব্যবস্থাই চালু থেকে যাচ্ছে। এ বার তাই পূর্ব নির্ধারিত কর্মসূচিগুলির ক্ষেত্রে অন্তত ছ’মাস আগে থেকে দরপত্র আহ্বানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুর কর্তৃপক্ষের তরফে। গত সপ্তাহেই দফতরের প্রধান/কন্ট্রোলিং অফিসারদের নিজেদের দলকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য বলেছেন পুর কর্তৃপক্ষ। এক পুরকর্তার কথায়, ‘‘এই নিয়ম শুধুমাত্র পূর্ব নির্ধারিত কর্মসূচি, যা পুরসভা প্রতি বছর করে থাকে, সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য। আপৎকালীন কোনও ঘটনা বা বিষয়ের ক্ষেত্রে পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে।’’

Advertisement
আরও পড়ুন