ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।
কলকাতা শহরের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে এ বার বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। স্বাস্থ্যক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিবর্তে এ বার নিজেদের প্রশিক্ষিত কর্মী চাইছে পুরসভা। তাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চালু করা হচ্ছে নার্সিং ও প্যারা মেডিক্যাল ট্রেনিং স্কুল। প্রথম দফায় চালু হবে নার্সিং ট্রেনিং স্কুল এবং দ্বিতীয় দফায় প্যারা মেডিক্যাল ট্রেনিং স্কুল শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড চেতলার সব্জি বাগানে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গড়ে উঠবে এই ট্রেনিং স্কুল। প্রথম পর্যায়ে নার্সিং ট্রেনিং স্কুল চালু করা হবে, যেখানে ৬০টি আসন থাকবে। এর মধ্যে ২০টি আসন কলকাতা পুরসভার জন্য সংরক্ষিত, বাকি ৪০টি আসনে ভর্তি নেবে বেসরকারি সংস্থা। পুরসভার সংরক্ষিত ২০টি আসনে শহরের আর্থিক ভাবে দুর্বল কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। এর জন্য জয়েন্ট এন্ট্রান্স টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
পুরসভার সংরক্ষিত আসনে সুযোগ পাওয়া পড়ুয়াদের পড়াশোনার সমস্ত খরচ বহন করবে কলকাতা পুরসভা। থাকা ও খাওয়ার খরচ বহন করতে হবে নিজেকেই। অন্য দিকে, বেসরকারি সংস্থা যে ৪০টি আসনে ভর্তি নেবে, সেই পড়ুয়াদের জন্য ফি নির্ধারণ করবে কলকাতা পুরসভা। ফলে বেসরকারি নার্সিং কলেজের মতো মোটা টাকা খরচ করতে হবে না। নার্সিং ট্রেনিং স্কুল চালুর পর দ্বিতীয় ধাপে চালু হবে প্যারা মেডিক্যাল ট্রেনিং স্কুল। এই স্কুলেও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ হবে এবং টেন্ডারের মাধ্যমে কোনও সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। এখানে মূলত তিনটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে— ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। প্রতিটি বিভাগে ৪০টি করে মোট ১২০টি আসন থাকবে।
এই প্রশিক্ষণকেন্দ্রেও কলকাতা পুরসভার জন্য ৪০টি আসন সংরক্ষিত থাকবে, যেখানে শহরের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন। তাঁদের পড়ার খরচ বহন করবে পুরসভা। বাকিদেরও ফি নির্ধারণ করবেন পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার এই উদ্যোগ নিঃসন্দেহে শহরের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই দাবি করছেন পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। এই পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে কলকাতা পুরসভা আরও বেশি সংখ্যায় স্বাস্থ্যকেন্দ্র এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার বিষয়ে ভাবতে পারে। তবে আপাতত নজর থাকবে নার্সিং ও প্যারা মেডিক্যাল ট্রেনিং স্কুল কতটা সফল হয়, তার দিকে।