Junior Doctors' Hunger Strike

হাসপাতাল থেকে ছাড়া হল অনিকেতকে, চলতে থাকবে রক্তচাপের ওষুধ, উপোস না করার পরামর্শ ডাক্তারদের

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। অনশনমঞ্চে অসুস্থ হওয়ার পর গত ১০ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ ১৫:৩৭
বৃহস্পতিবার দুপুরে আরজি কর হাসপাতাল থেকে ছাড়া হল জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। হুইল চেয়ারে বসিয়ে বার করা হচ্ছে তাঁকে।

বৃহস্পতিবার দুপুরে আরজি কর হাসপাতাল থেকে ছাড়া হল জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। হুইল চেয়ারে বসিয়ে বার করা হচ্ছে তাঁকে। —নিজস্ব চিত্র।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরজি করের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছেন, অনশনে থাকার কারণে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়ে গিয়েছিল। তবে বর্তমানে অনিকেতের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেই কারণে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ চলতে থাকবে। উপোস না করার জন্যও অনিকেতকে পরামর্শ দিয়েছেন ডাক্তারেরা।

Advertisement

গত ৬ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ যোগ দিয়েছিলেন অনিকেত। ১০ অক্টোবর অনশনমঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হুইলচেয়ারে বসিয়ে অনশনমঞ্চ থেকে তাঁকে বার করা হয়। নিয়ে আসা হয় আরজি কর হাসপাতালে। প্রথমে সিসিইউয়ে রাখা হয়েছিল অনিকেতকে। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার এইচডিইউতে স্থানান্তর করা হয়েছিল তাঁকে। অসুস্থ হওয়ার সাত দিনের মাথায় অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন তিনি।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনিকেত বলেন, “ডাক্তারেরা কিছু পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শগুলি আমি মেনে চলব। আন্দোলনের পাশে আমি রয়েছি। তাঁদের সঙ্গে কথা বলে বাকি বিষয়গুলিতে সিদ্ধান্ত নেব।”

শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করার পর থেকেই অনিকেতকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন মেডিক্যাল বোর্ডের সদস্যেরা। তবে শারীরিক দুর্বলতা এবং রক্তচাপ ওঠা-নামা করার দিকটি নজরে রাখছিলেন তাঁরা। বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ডের সদস্যেরা অনিকেতের শারীরিক অবস্থার সব রিপোর্ট নিয়ে আলোচনায় বসেছিলেন। এর পরেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনিকেতকে হাসপাতাল থেকে ছাড়া হলেও বেশ কিছু দিকে নজর রাখতে হবে তাঁকে। এ বিষয়ে বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ডের তরফে নতুন করে কিছু জানানো হয়নি। তবে বুধবারই আরজি করের অ্যানাস্থেশিয়া বিভাগের চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও শরীরের দিকে নজর রাখতে হবে অনিকেতকে। হাসপাতাল থেকে ছুটির পরেও ১০-১২ দিন তাঁর বিশ্রামে থাকা উচিত। ওই সময়ে খাওয়াদাওয়ার দিকেও নজর রাখতে হবে। তার পরে হাসপাতালের ডিউটিতে যোগ দিতে বা অন্য কাজকর্ম করতে পারবেন।

Advertisement
আরও পড়ুন