Indian Railways

জয়নগরের মোয়ার বিপণন বাড়াতে উদ্যোগ

শিয়ালদহ স্টেশনে ওই স্টলের মাধ্যমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের বিপণনে উদ্যোগী হচ্ছে রেল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৭:০২
জয়নগরের মোয়া বিপণনে উদ্যোগী হচ্ছে রেল।

জয়নগরের মোয়া বিপণনে উদ্যোগী হচ্ছে রেল। —ফাইল চিত্র।

শীতের মরসুমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের মাহাত্ম্যযাত্রীদের কাছে তুলে ধরতে তৎপর হচ্ছেন রেল কর্তৃপক্ষ। ‘এক স্টেশন, এক পণ্য’ প্রকল্পের আওতায় শিয়ালদহ ডিভিশন বিভিন্ন স্টেশনে বিভিন্ন পণ্যের বিপণি তৈরি করেছে। ওই সব বিপণির মাধ্যমে মূলত গ্রামীণ হস্তশিল্পের নানাসম্ভার তুলে ধরা হলেও এ বার কিছুটা অন্য পথে হেঁটে শিয়ালদহ স্টেশনে ওই স্টলের মাধ্যমে জয়নগরের মোয়া এবং নলেন গুড়ের বিপণনে উদ্যোগী হচ্ছে রেল। এই ব্যবস্থায় নামমাত্র ভাড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নির্বাচিত কাউকে নিজস্ব পণ্য বিপণন এবং প্রদর্শনের সুযোগ দেওয়াহয়। সেই ব্যবস্থায় এ বার শিয়ালদহ স্টেশনে জয়নগরের মোয়া এবং দক্ষিণ ২৪ পরগনার নলেন গুড়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত রেলের মাধ্যমে বাংলার শিল্প,সংস্কৃতি, খাবার তুলে ধরার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে রেল সূত্রের খবর। শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার পবন কুমার এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম এই উদ্যোগে বিশেষ ভাবে জোর দিয়েছেন।

Advertisement
Advertisement
আরও পড়ুন