Bus Service

বড়দিন ও বর্ষশেষে সরকারি বাসের বিশেষ পরিষেবা

বুধবার ২৫ ডিসেম্বর ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ওই পরিষেবা মিলবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:০০
অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর।

অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। —ফাইল চিত্র।

বড়দিন উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্যগুলি ছুঁয়ে সরকারি বাসের বিশেষ পরিষেবা চালু থাকছে। আজ, বুধবার ২৫ ডিসেম্বর ছাড়াও আগামী ২৯, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ওই পরিষেবা মিলবে।

Advertisement

মূলত ইকো পার্ক ছুঁয়ে চলা ছাড়াও ওই সব বাস রুট অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে নিকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা ছাড়াও আলিপুরের জেল মিউজিয়াম ছুঁয়ে চলবে। বড়দিন উপলক্ষে নিউ টাউনের ইকো পার্কের ১ নম্বর এবং ৪ নম্বর গেট ছাড়াও প্যাঁচার মোড় থেকে নির্ধারিত দিনগুলিতে দুপুর ৩টে থেকে রাত সাড়ে ৮টার মধ্যে নিয়মিত ব্যবধানে শহরের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছাড়বে। এর মধ্যে ১ নম্বর গেট থেকে এস-১২ই, এসি-১২, এস-২৩এ, এসি-৩৮, এসি-৩৬ ছাড়া ইকো পার্ক এবং বারাসত স্পেশাল ছাড়াওবালি হল্টগামী বাস ছাড়বে। ওই গেট থেকে মোট ২৮টি বাস চলবে। প্যাঁচার মোড় থেকে এস ১২ই, এসি-১২, এস-৩০, এসি-৪৭, এসি-৩৭, এসি-৩৭এ-সহ একাধিক রুটেরবাস ছাড়বে। একই ভাবে ইকো পার্কের ৪ নম্বর গেট থেকে এসি-৯বি, এসি-৩৯, এসি-৪৩ ছাড়াও একাধিক রুটের বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।

হাওড়া, শিয়ালদহ এবং এসপ্লানেড থেকে চিড়িয়াখানাগামী যাত্রীদের কথা মাথায় রেখে রবীন্দ্র সদন হয়ে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। ওই সব বাস আজ, বড়দিন ছাড়াওআগামী ২৯ এবং ৩১ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষের দিনে চলবে। আজ, বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে সন্ধ্যার পরথেকে অতিরিক্ত বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম। সন্ধ্যার পরে পার্ক স্ট্রিট থেকে হাওড়া স্টেশন,পর্ণশ্রী, জোকা, বালিগঞ্জ, গড়িয়া, কামালগাজি, নিউ টাউন, পাইকপাড়া, বাগবাজার, ডানলপের দিকে যাবে ওই সব বাস।

Advertisement
আরও পড়ুন