Fire Breaks Out

হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে আগুন, দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল পরিস্থিতি

দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৬
রবিবার ফুলের বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে।

রবিবার ফুলের বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। — নিজস্ব চিত্র।

হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে আগুন। রবিবার দুপুরে বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন। দেড়টা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

এই ঘটনায় কেউ হতাহত হননি। এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। স্থানীয় একটি সূত্রের দাবি, ফুলের বাজারের কাছে হোর্ডিং লাগানোর কাজ চলছিল। ঝালাই করার সময় ফুলকি পড়ে আগুন ধরে যায় দোকানে। তবে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।

গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন জায়গায় বার বার আগুন লাগার ঘটনা ঘটেছে। লালবাজার সূত্রের খবর, গত ১৫ দিনে কলকাতা পুলিশ এলাকায় নথিভুক্ত অগ্নিকাণ্ডের সংখ্যা ২৫টি। এর মধ্যে শেষ ১০ দিনে শহরে নথিভুক্ত অগ্নিকাণ্ডের সংখ্যা ১৮টি। গত রবিবার ভোরে উল্টোডাঙায় রেললাইনের পাশের বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। গত ১২ নভেম্বর ইএম বাইপাসের ধারে কালিকাপুরে ঝুপড়িতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। ওই ঘটনায় কেউ হতাহত হননি। শহরে বার বার আগুন লাগায় প্রশ্নের মুখে প্রশাসন, দমকল। গাফিলতির অভিযোগ উঠেছে। সেই সঙ্গে সাধারণ মানুষের অসতর্ক হওয়ার বিষয়টিও প্রকাশ্যে এসেছে।

Advertisement
আরও পড়ুন