দক্ষিণদাড়ির একটি বাড়ির ছাদে রাখা কাঠ থেকে আগুন লাগে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতায় আবার অগ্নিকাণ্ড! দক্ষিণদাড়ির বাড়ির ছাদে রাখা ছিল কাঠ। শুক্রবার সকালে তাতে আগুন লেগে যায়। তার পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যদিও চারটি গাড়িকে কাজ করতে হয়নি। ১২টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূ্ত্রে জানা গিয়েছে, দক্ষিণদাড়ির ওই বাড়ির ছাদে আগুন লাগে। স্থানীয়েরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। সকাল প্রায় ১১টা ৫৫ মিনিট নাগাদ খবর দেওয়া হয় দমকলে। দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয়। যদিও সব ক’টিকে কাজ করতে হয়নি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর মেলেনি। ঘিঞ্জি এলাকায় আগুন যাতে বেশি ছড়িয়ে না-পড়ে, তাই বাড়ি থেকে বার করে আনা হয় গ্যাসের সিলিন্ডার।
গত মাসে দক্ষিণদাড়ির একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। দু’দিন আগে বেলেঘাটার একটি বাড়িতে মোমবাতি থেকে আগুন লাগে। বাড়িতে ছিলেন এক বৃদ্ধা, তাঁর দু’টি পা পক্ষাঘাতে অকেজো হয়ে গিয়েছিল। আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়। মারা যায় পোষ্যও। বাসিন্দাদের অনুমান, মোমবাতি থেকে ঘরে আগুন লেগেছিল। ১ ডিসেম্বর হাওড়া ব্রিজের কাছে ফুলের বাজারে আগুন লাগে।
গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন জায়গায় বার বার আগুন লাগার ঘটনা ঘটেছে। লালবাজার সূত্রের খবর, নভেম্বরের শেষ ১৫ দিনে কলকাতা পুলিশ এলাকায় নথিভুক্ত অগ্নিকাণ্ডের সংখ্যা ২৫টি। এর মধ্যে শেষ ১০ দিনে শহরে নথিভুক্ত অগ্নিকাণ্ডের সংখ্যা ১৮টি।