Eastern Railway

নতুন বছরের প্রথম দিন থেকে পূর্ব রেলের সময়সূচিতে বদল

পরিকাঠামো উন্নত হওয়ার কথা মাথায় রেখে পরিবর্তিত সূচিতে বেশ কিছু নতুন ট্রেন চালু করার পাশাপাশি একাধিক ক্ষেত্রে ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৫
পূর্ব রেলে ট্রেনের সময়সূচিতে বদল ঘটছে।

পূর্ব রেলে ট্রেনের সময়সূচিতে বদল ঘটছে। —প্রতীকী চিত্র।

আগামী ১ জানুয়ারি থেকে পূর্ব রেলে ট্রেনের সময়সূচিতে বদল ঘটছে।ওই দিন থেকেই বেশ কিছু নতুন ট্রেন চালু হওয়ার পাশাপাশি কিছুট্রেনের ছাড়ার এবং গন্তব্যে পৌঁছনোর সময় বদলে যাচ্ছে। পূর্ব রেলেরমেন এবং কর্ড শাখা ছাড়াও নৈহাটি-সহ বেশ কিছু শাখায় তৃতীয় এবংচতুর্থ লাইন চালু হয়েছে। পরিকাঠামো উন্নত হওয়ার কথা মাথায় রেখে পরিবর্তিত সূচিতে বেশ কিছু নতুন ট্রেন চালু করার পাশাপাশি একাধিক ক্ষেত্রে ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হয়েছে।

Advertisement

রেল সূত্রের খবর, পরিবর্তিত সূচিতে একটি কৃষ্ণনগর-রানাঘাট লোকাল বাড়ছে। পাশাপাশি, দু’টি হাওড়া-সিঙ্গুর লোকালের যাত্রাপথ সম্প্রসারিত হচ্ছে। একটিতারকেশ্বর এবং অন্যটি হরিপালপর্যন্ত চলবে। এ ছাড়াও, পরিবর্তিত সূচিতে দূরপাল্লার ৪২টি মেল ওএক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় কমানো হয়েছে। ৬৩টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় ৫ মিনিট থেকে ৫৫ মিনিট পর্যন্ত কমানোহয়েছে বলে রেল সূত্রের খবর। ৮টি মেমু, ডেমু এবং ই এম ইউ ট্রেনের ক্ষেত্রে সফরের সময় ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত হ্রাস পেয়েছে।৮৬টি প্যাসেঞ্জার ট্রেন, ৪৪টি ডেমু প্যাসেঞ্জার এবং ১৪৬টি মেমু প্যাসেঞ্জারের ক্রমিক সংখ্যার বদল ঘটছে বলেও রেল সূত্রের খবর।

নতুন সূচি অনুসারে বেশ কিছু ট্রেনের ছাড়ার সময়ে রদবদলহয়েছে। রেল সূত্রের খবর, শিয়ালদহ থেকে দার্জিলিং মেল তার আগের নির্ধারিত সময় ১০টা ৫ মিনিটের পরিবর্তে ১০টা ১৫ মিনিটেছাড়বে। হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর ৩টে ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ২টোয় হাওড়া থেকে ছাড়বে। কলকাতা স্টেশন থেকে যোগবাণী এক্সপ্রেস তার আগের নির্ধারিত সময় ৮টা ৫৫মিনিটের পরিবর্তে ৯টা ৪৫ মিনিটে ছাড়বে। এ ছাড়া, হাওড়া-জামালপুর এক্সপ্রেস রাত ১০টা ৪০মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বলে জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন