Suvendu Adhikari

শুভেন্দুর ‘মাস’ বদল! ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারি-হুমকি, জানিয়ে দিলেন তারিখও

শুভেন্দু জানিয়েছিলেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ‘ধামাকা’ থাকবে। সোমবার কলকাতার হাজরায় ‘প্রতিবাদ সভা’ থেকে নতুন তারিখ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এ বার মমতা ও অভিষেককে আক্রমণ করলেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১৭:৪৫
তাঁর দেওয়া তারিখ নিয়ে কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী?

তাঁর দেওয়া তারিখ নিয়ে কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী? —ফাইল চিত্র।

‘প্রতিবাদ সভা’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাধারণ সম্পাদককে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ‘মাস’ বদলালেন শুভেন্দু। বললেন, ‘‘আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধেড়ে ইঁদুর ধরা পড়বে।’’

সোমবার একই মঞ্চে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতার হাজরায় ‘প্রতিবাদ সভা’ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু। মমতা-অভিষেকের এলাকায় দাঁড়িয়ে বললেন, ‘‘বাবুসোনারা লেজ গুটিয়ে পালিয়েছেন।’’

Advertisement

শুভেন্দু-অভিষেকের এই সভা ঘিরে দিনভর ছিল চাপান-উতর। প্রথমত, শুভেন্দুর দেওয়া তিনটি তারিখের প্রথম দিন ছিল এই সোমবার। নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছিলেন, ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ‘ধামাকা’ থাকবে। সেই রহস্য উন্মোচন করতে গিয়ে শুভেন্দু কী বলেন, সেদিকেই কৌতূহল ছিল সবার। কিন্তু সেই তারিখে শুভেন্দু দিলেন আর এক নতুন তারিখ। বললেন, ‘‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’’ আবার তিনি এ-ও জানালেন, সরকার ফেলা নিয়ে তিনি কথা বলেননি। তাঁর মন্তব্য, ‘‘আমরা চোরদের নিয়ে সরকার গড়ব না।’’

গত ৩ ডিসেম্বর শুভেন্দুর পাড়ায় গিয়ে সভা করেছিলেন অভিষেক। কাঁথি থেকে নাম না করে শুভেন্দুকে নিশানা করেন তিনি। ওই একই দিনে অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করেন শুভেন্দু। তবে সেই সভার আগে হটুগঞ্জের দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে তীব্র গন্ডগোল বাধে। গ্রেফতার হন দুই পক্ষের কর্মীরা। সে দিনের সভা থেকে তৃণমূলকেও তীব্র ভাষায় নিশানা করেছিলেন শুভেন্দু। আর সোমবার শুভেন্দু বলেন, ‘‘বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? এক সঙ্গে (পড়ুন মমতার সঙ্গে) মেঘালয় গিয়েছেন। ক’দিন আগে আমার হোমটাউনে সভা করতে গিয়েছিলেন। প্রচণ্ড উত্তেজিত হয়ে পকেটে হাত দিয়ে অনেক কথা বলেছেন। বলেছেন, আমি নাকি গদ্দার! আমি নাকি ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছি। তা বাবুসোনা আজ আপনি আর যিনি আপনাকে আলালের দুলাল করেছেন... আপনারা আজ কোথায় পালিয়েছেন?’’

শুভেন্দু জানান, দক্ষিণ কলকাতায় বিজেপির কোনও বিধায়ক, কাউন্সিলর নেই। তবু ভয় পাচ্ছে শাসক দল। বলেন, ‘‘আপনারা ভয় পেয়েছেন। কারণ, জানেন মিথ্যা কথা বলে ক্ষমতায় এসেছেন। শুধু পুলিশের উপর নির্ভর করে।’’ শুভেন্দুর সংযুক্তি, ‘‘ইয়ে ডর মুঝে অচ্ছা লাগা (এই ভয় আমার ভাল লেগেছে)। দক্ষিণ কলকাতায় এখন বিজেপিকে ‘কাউন্টার’ করতে সভা করতে হচ্ছে তৃণমূলকে।’’ এর পর মমতার পুলিশ প্রশাসনকেও আক্রমণ করেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, ‘‘ওয়ান নেশন ওয়ান পুলিশ যখন হবে, তখন কোথায় যাবেন?’’

Advertisement
আরও পড়ুন