Bidhannagar Police Commissionerate

প্রোমোটার নিগ্রহে অভিযুক্তের খোঁজ ভিন্‌ রাজ্যেও

বাগুইআটি থানা এলাকার রঘুনাথপুরে কিশোর হালদার নামে ওই প্রোমোটার অভিযোগ করেন, দাবি মতো তোলা দিতে না পারায় সমরেশের অনুগামীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৮:২৭
বিধাননগর পুলিশ কমিশনারেট।

বিধাননগর পুলিশ কমিশনারেট। —ফাইল চিত্র।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তল্লাশি চালিয়েও তাঁর হদিস মেলেনি। বাগুইআটিতে এক প্রোমোটারকে মারধরের ঘটনায় অভিযুক্ত, বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সমরেশ চক্রবর্তী ওরফে চিন্টুর খোঁজে এ বার ভিন্‌ রাজ্যে গেল বিধাননগর কমিশনারেটের পুলিশের দল। পুলিশ সূত্রের খবর, রাঁচী, বারাণসী, লখনউ ও ঝাড়সুুগুদায় তদন্তকারী দল পাঠানো হয়েছে। এর আগে সমরেশের খোঁজে বীরভূমের কঙ্কালীতলা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। কখনও অতিথিশালা, কখনও বা হোটেলে অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্তু ওই পুরপ্রতিনিধির সন্ধান মেলেনি।

Advertisement

গত ১৫ ডিসেম্বর বাগুইআটি থানা এলাকার রঘুনাথপুরে কিশোর হালদার নামে ওই প্রোমোটার অভিযোগ করেন, দাবি মতো তোলা দিতে না পারায় সমরেশের অনুগামীরা মেরে তাঁর মাথা ফাটিয়ে দেন। কিশোর অভিযোগে জানিয়েছিলেন, তিনি তাঁরই জমিতে নির্মাণকাজ করতে গিয়েছিলেন। সেই সময়ে পুরপ্রতিনিধি তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা চান। কিশোর ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন। বাকি টাকা দিতে না পারায় সমরেশের অনুগামীরা মেরে কিশোরের মাথা ফাটিয়ে দেন। ঘটনার পরে সাত জনের বিরুদ্ধে এফআইআর করেন ওই প্রোমোটার। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত মাত্র দু’জনকে গ্রেফতার করতে পেরেছে। সমরেশ-সহ বাকি অভিযুক্তেরা এখনও ফেরার।

উল্লেখ্য, ওই পুরপ্রতিনিধি রাজারহাট এলাকার এক তরুণ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনার পরে ১৫ দিন পরেও পুলিশ তাঁর নাগাল না পাওয়ায় তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্য দিকে, অভিযুক্ত ধরা না পড়ায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত প্রোমোটার ও তাঁর পরিবার। তিনি সোমবার জানিয়েছেন, প্রাণহানির আশঙ্কা করছেন। তাই নিরাপত্তার জন্য বিধাননগর কমিশনারেটে আবেদন জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন