বিবাদী বাগের বহুতল থেকে ‘মরণঝাঁপ’ বৃদ্ধের। —প্রতীকী চিত্র।
কলকাতার বিবাদী বাগ এলাকার একটি বহুতল থেকে ‘ঝাঁপ’ দিলেন এক বৃদ্ধ। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। অনেক উঁচু থেকে তিনি পড়ে যাওয়ায় নেতাজি সুভাষচন্দ্র রোড লাগোয়া ফুটপাথের একাংশেও ফাটল ধরেছে।
পড়ে গিয়ে মৃত্যুর খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। কী ভাবে ওই বৃদ্ধ পড়ে গেলেন, এটি দুর্ঘটনা, না আত্মহত্যার ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম কিশোরকুমার দাগা। তাঁর বয়স ৬৮।