(বাঁ দিকে) বৃহস্পতিবার রাতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করছেন তিনি (ডান দিকে)। ছবি: তৃণমূল সূত্রে পাওয়া।
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোয় এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বিদেশ থেকে চোখের অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন। বৃহস্পতিবার মমতার বাড়ির পুজোয় অভিষেককে দেখা গেল চোখে কালো চশমা পরে থাকতে। কন্যা আজানিয়াকে সঙ্গে নিয়েই তিনি পুজোয় এসেছিলেন।
প্রতি বছর মুখ্যমন্ত্রীর বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। অভিষেক সেখানে থাকেন। এ বছরও তার অন্যথা হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে প্রথমেই মমতাকে প্রণাম করেন অভিষেক। তার পর কালীর বিগ্রহের উদ্দেশেও তিনি প্রণাম নিবেদন করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেকের কন্যা কালীঘাটে এসেছিল। পরে রাতে বাবার সঙ্গে আবারও এসেছে আজানিয়া। হোমের সময়ে মমতার পাশেই বসেছিলেন অভিষেক।
এ বছর মমতার বাড়ির কালীপুজোর ৪৭তম বর্ষ। মাটির ঘট দিয়ে পুজো সাজানো হয়েছে। তাতে পেঁচা এবং ধানের ছড়া আঁকা রয়েছে। মমতা নিজে কালীপুজোর ভোগ রান্না করেছেন। অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, কাকিমা কাজরী বন্দ্যোপাধ্যায়রা, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও মমতার বাড়ির পুজোয় ছিলেন। তাঁদের পুজোর জোগাড়ের কাজে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। এ ছাড়া, মমতার বাড়ির পুজোয় ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার মতো পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্তারা। তৃণমূলের প্রথম সারির নেতা, সাংসদ, বিধায়কদেরও পুজোয় উপস্থিত থাকতে দেখা গিয়েছে।