UEFA Champions League

মেসিকে টপকে গেলেন ডি মারিয়া, সামনে শুধু রোনাল্ডো, চ্যাম্পিয়ন্স লিগে নজির বিশ্বকাপজয়ীর

টপকে গেলেন লিয়োনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাস বাড়ানোর তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর থেকে এক ধাপ নীচে ডি মারিয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১১:১৬
Angel Di Maria

অ্যাঙ্খেল ডি মারিয়া। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়ার পথে অ্যাঙ্খেল ডি মারিয়া। গোলের পাস বাড়ানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। টপকে গেলেন লিয়োনেল মেসিকে। চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাস বাড়ানোর তালিকায় শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর থেকে এক ধাপ নীচে ডি মারিয়া।

Advertisement

রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার এখন বেনফিকার হয়ে খেলেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ডি মারিয়া চ্যাম্পিয়ন্স লিগে ৪১টি গোলের পাস বাড়িয়েছেন। মোনাকোর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের ৩-২ গোলে জিতেছে বেনফিকা। ৩৬ বছরের ডি মারিয়া দলের জয়ে বড় ভূমিকা নেন। বেনফিকার হয়ে ১৬টি ম্যাচে আটটি গোল করেছেন তিনি। সেই সঙ্গে পাঁচটি গোলের পাস বাড়িয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে মেসি ৪০টি গোলের পাস বাড়িয়েছিলেন। ডি মারিয়া তাঁর থেকে একটি বেশি বাড়িয়েছেন। আর একটি গোলের পাস বাড়ালেই তিনি ছুঁয়ে ফেলবেন রোনাল্ডো এবং রায়ান গিগসকে।

চ্যাম্পিয়ন্স লিগে ১১২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। মেসি খেলেছেন ১৬৩টি ম্যাচ। রোনাল্ডো খেলেছেন ১৮৩টি ম্যাচ। অর্থাৎ মেসির থেকে কম ম্যাচ খেলে তাঁকে টপকে গিয়েছেন ডি মারিয়া। সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার। দেশের হয়ে খেলার সময় মেসির পাশেই খেলতেন ডি মারিয়া। প্যারিস স জরমের হয়ে খেলার সময়ও মেসির সতীর্থ ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদে দীর্ঘ দিন খেলেছেন রোনাল্ডোর পাশে। মেসি এবং রোনাল্ডোকেও একাধিক গোলের পাস বাড়িয়েছেন ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই ফুটবলার ক্লাবের হয়ে এখনও নিজের ফর্ম ধরে রেখেছেন।

ডি মারিয়ার দল জিতলেও তাঁর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদ হেরে গিয়েছে লিভারপুলের বিরুদ্ধে। ০-২ গোলে হেরে গিয়েছে মাদ্রিদ। লিভারপুলের হয়ে ম্যাক অ্যালিস্টার এবং কডি গ্যাকপো গোল করেন।

Advertisement
আরও পড়ুন