‘প্রেমিকা’র চার মাসের শিশুকে খুন করল ১৫ বছরের কিশোর! চাঞ্চল্য গুজরাতের ভালসাদে

ধৃত কিশোরের বয়স ১৫। প্রয়াগরাজ থেকে তাকে আটক করেছে পুলিশ। মুসকান নামে এক বিবাহিতা তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। দু’জনে এক সঙ্গেই থাকতেন। অভিযোগ, ১৩ জানুয়ারি মুসকানের চার মাসের ছেলেকে খুন করে ওই কিশোর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২৩:৫৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেমের সম্পর্কে ‘পথের কাঁটা’ চার মাসের শিশু! তাই ছক কষে প্রেমিকার সন্তানকেই খুন করল কিশোর। গুজরাতের ভালসাদ জেলায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কিশোরের বয়স ১৫। প্রয়াগরাজ থেকে তাকে আটক করেছে পুলিশ। মুসকান নামে এক বিবাহিতা তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। দু’জনে এক সঙ্গেই থাকতেন। অভিযোগ, ১৩ জানুয়ারি মুসকানের চার মাসের ছেলেকে খুন করে ওই কিশোর। সে সময় বাজারে গিয়েছিলেন তরুণী। ফিরে এসে দেখেন, শিশুটির দেহ পড়ে রয়েছে। কিশোর তাঁকে বলেছিল যে, বিছানা থেকে পড়ে মাথায় চোট পেয়ে মৃত্যু হয়েছে তাঁর ছেলের। সে কথা মেনেও নেন তরুণী। শিশুটিকে উমরগাম কবরস্থানে কবর দেওয়া হয়। কিন্তু ১৪ জানুয়ারি হঠাৎ এলাকা ছে়ড়ে চম্পট দেয় কিশোর। তখনই সন্দেহ হয় তরুণীর। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

শনিবার পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে প্রথমেই কবরস্থল খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তে জানা যায়, শিশুটির মাথায় গুরুতর চোট রয়েছে, যা পড়ে যাওয়ার কারণে হওয়া কার্যত অসম্ভব। এর পরেই অভিযুক্ত কিশোরের খোঁজে শুরু হয় তল্লাশি। আগরা, প্রয়াগরাজ এবং হরিয়ানায় পুলিশের দল পাঠানো হয়। শেষমেশ প্রয়াগরাজ থেকে ওই কিশোরকে ধরা হয়েছে। পুলিশের দাবি, জেরায় শিশু খুনের কথা স্বীকার করে নিয়েছে সে। আগে থেকেই এক সন্তান ছিল বিবাহবিচ্ছিন্না ওই তরুণীর। তাই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নেয়নি কিশোরের পরিবার। সেই রাগেই প্রেমিকার সন্তানকে খুন করে কিশোর। খুন এবং প্রমাণ লোপাটের মতো একাধিক অভিযোগে ওই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Advertisement
আরও পড়ুন