Calcutta High Court

লালবাজার তলব করার পরেই হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দুর আইনজীবী, মামলা দায়েরের অনুমতি

কলকাতা পুলিশের তলব পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৯
Kolkata Police summoned lawyer of Suvendu Adhikari, he approached to Calcutta High Court

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী সূর্যনীল দাসকে তলব করল লালবাজার। কলকাতা পুলিশের তরফে আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে।

Advertisement

পুলিশের তলব পেয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। সূর্যনীল জানান, তলব করা হয়েছে। কিন্তু কী কারণ ডাকা হচ্ছে, তার কোনও কারণ পুলিশের তরফে জানানো হয়নি।

Advertisement
আরও পড়ুন