২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। — ফাইল ছবি।
২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর ফলে বাতিল হতে পারে ৪২ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলটি। ওই হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার বিচারপতির মন্তব্য, ‘‘আমি ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।’’
নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত ১৪০ জন হাই কোর্টে মামলা করেন। তাঁদের দাবি, সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় দেখা যাচ্ছে তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। তার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্যানেল বাতিল করে ‘ঢাকি সমেত বিসর্জন’-এর হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের প্রসঙ্গও তোলেন। তাঁর প্রশ্ন, ‘‘মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছনোর ক্ষমতা নেই বলে কি চাকরি পাননি মামলাকারীরা?’’
এই মামলায় অতিরিক্ত হলফনামা দিয়ে আরও তথ্য আদালতে জমা দিতে চেয়েছেন মামলাকারী। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই অনুমতি দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।