Junior Doctors' Movement

নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কাজ কতটা এগোল, রিপোর্ট চেয়ে মুখসচিবকে চিঠি জুনিয়র ডাক্তারদের

স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক নিষ্ফল হয়েছে বলে দাবি করে বুধবার রাতে ক্ষোভ উগরে দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। এ বার মুখ্যসচিবকে চিঠিও দিলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৭:১১
(বাঁ দিকে) মুখ্যসচিব মনোজ পন্থ এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার।

(বাঁ দিকে) মুখ্যসচিব মনোজ পন্থ এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। —ফাইল চিত্র।

স্বাস্থ্য ভবনে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক নিষ্ফল হয়েছে বলে দাবি করে বুধবার রাতে ক্ষোভ উগরে দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। এ বার মুখ্যসচিবকে চিঠিও দিলেন তাঁরা। চিঠিতে তাঁদের বক্তব্য, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কাজ কত দূর এগিয়েছে, সে বিষয়ে তাঁদের জানানো হোক।

Advertisement

(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)

আরও পড়ুন
Advertisement