(বাঁ দিকে) শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকি। (ডান দিকে) —ফাইল চিত্র।
তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বুধবার আদালতে মানহানির মামলা দায়ের করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর বিধায়ক নওশাদ সিদ্দিকি। শওকত সম্প্রতি নওশাদকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। নওশাদের কৌঁসুলি ইয়াসিন রহমান জানান, শওকত মোল্লার এমন মন্তব্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’, যা একজন জনপ্রতিনিধির সম্মানহানির চেষ্টার শামিল। মামলার প্রাথমিক শুনানির পর অভিযোগটি গ্রহণ করেছে আদালত। কৌঁসুলি আরও বলেন, “এই ধরনের মন্তব্য শুধু একজন ব্যক্তির সম্মানহানি করে না, বরং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাকে দুর্বল করে।”
আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় অভিযুক্ত শওকতকে আদালতে হাজির হওয়ার জন্য শীঘ্রই সমন পাঠানো হবে। সমন পাওয়ার পর অভিযুক্তকে নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে তাঁর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে আইএসএফ-এর তরফে জানানো হয়েছে, শওকতের এমন মন্তব্য শুধু নওশাদের বিরুদ্ধেই নয়, তাঁর দল এবং তাঁর অনুগামীদের মর্যাদাকেও আঘাত করেছে। আইএসএফ-এর দাবি, রাজনৈতিক লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণ বা মিথ্যা অপবাদ দেওয়ার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। অন্য দিকে, মানহানির মামলার কথা জানার পর তৃণমূল বিধায়ক শওকত বলেন, ‘‘আমি শুনেছি নওশাদ আমার বিরুদ্ধে মামলা করেছে। আদালত আমার কাছে যা জানতে চাইবে আইনগত ভাবে আমি তার জবাব দেব।’’
প্রসঙ্গত, ২০২১ সালে সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে ভাঙড় বিধানসভায় জয়ী হন আইএসএফ প্রার্থী নওশাদ। রাজ্য জুড়ে শাসকদলের প্রবল ঝড় সত্ত্বেও ভাঙড়ে এমন অপ্রত্যাশিত হারের কারণে শওকতকে ভাঙ্গড় বিধানসভার দেখভালের দায়িত্ব দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারপর থেকেই নওশাদ বনাম শওকতের লড়াই চলে আসছে। এই লড়াইয়ের প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু ভাঙড়ের সেই রাজনৈতিক সংঘর্ষে এখনও বিরাম নেই। বরং প্রতি দিন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে ভাঙড়ে। আর এ বার ভাঙড়ের সেই লড়াই পৌঁছল আদালত চত্বরে।