West Bengal Budget 2024-25

এপ্রিল পর্যন্ত সময়! দিল্লি না দিলে রাজ্যই দেবে ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা, বাজেট শেষে বলে দিলেন মমতা

মমতা বৃহস্পতিবার বলেছেন, ‘‘আমি তো বলেই ছিলাম, বাজেট দেখে সবাই চমকে যাবেন। তাই হয়েছে। কিছু করতে গেলে চিন্তাশক্তি থাকতে হয়। শুধু অকথা, কুকথা বললে হয় না।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৩
If the central government does not give money, then the state government will pay for construction of 11 lakh houses, said CM Mamata Banerjee

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল। রেড রোডের ধর্না থেকে গত ৩ ফেব্রুয়ারি তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থেকে আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিককে রাজ্য সরকার বকেয়া মজুরি মিটিয়ে দেবে। বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠকে মমতা আরও এক ধাপ এগিয়ে জানিয়ে দিলেন, কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তা হলে রাজ্য সরকারই ১১ লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে।

Advertisement

বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাতে ১১ লক্ষ বাড়ি তৈরির টাকা দেওয়ার বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে। যদি দিল্লি টাকা না দেয়, তা হলে রাজ্য সরকারই সেই টাকা দেবে। ১ মে থেকে সেই টাকা ছাড়তে শুরু করবে নবান্ন। মমতা বৃহস্পতিবার বলেন, ‘‘১১ লক্ষ বাড়ির আবেদন আগেই এসেছিল। পরে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আরও তিন-চার লক্ষ প্রস্তাব এসেছে। সেগুলিও আমরা আস্তে আস্তে দেখে নেব।’’ বস্তুত, কেন্দ্রের বিরুদ্ধে মূলত যে তিনটি ক্ষেত্র নিয়ে তৃণমূল তথা রাজ্য সরকার বঞ্চনার অভিযোগ তুলছে, তার মধ্যে রয়েছে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনা। মমতা বৃহস্পতিবার বলেছেন, ‘‘আমি তো বলেই ছিলাম, বাজেট দেখে সবাই চমকে যাবেন। তাই হয়েছে। কিছু করতে গেলে চিন্তাশক্তি থাকতে হয়। শুধু অকথা, কুকথা বললে হয় না।’’

আরও পড়ুন
Advertisement