Attack in Hindmotor Rail Station

ট্রেনে চুলোচুলিতে শেষ নয়, হিন্দমোটর স্টেশনে ছুরি দিয়ে তরুণীর নাক কাটলেন মহিলা!

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। সেই সময় তিন জন মহিলার মধ্যে বচসা শুরু হয়। তখন আচমকা এক জন একটি ফলকাটা ছুরি বার করেন ব্যাগ থেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হিন্দমোটর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৭:১১
Hindmotor Station

হিন্দমোটর স্টেশনে হয় রক্তারক্তি কাণ্ড। —নিজস্ব চিত্র।

ঝগড়া করতে করতে স্টেশনে ঢুকেছিলেন তিন মহিলা যাত্রী। স্টেশনে ঢুকে সেই ঝামেলা গড়াল হাতাহাতিতে। এক জন ফল কাটার ছুরি দিয়ে সোজা কোপ বসালেন এক তরুণীর নাকে। স্টেশনে রক্তারক্তি কাণ্ডে শোরগোল পড়ে যায়। কোনও রকমে আহত তরুণীকে উদ্ধার করে কয়েক জন নিয়ে যান উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। সেই সময় তিন জন মহিলার মধ্যে বচসা শুরু হয়। তখন আচমকা এক জন একটি ফলকাটা ছুরি বার করেন ব্যাগ থেকে। ছুরির আঘাতে জখম হন এক তরুণী। তাঁর কান এবং মুখে আঘাত লাগে। নাকের একটা অংশ কেটে যায়। যন্ত্রণায় চিৎকার শুরু করেন তিনি। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে আসে। তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনা প্রসঙ্গে পঙ্কজ রায় নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ওই মহিলারা সবাই একই ট্রেনের সহযাত্রী। শ্রমিকের কাজ করেন। কয়েক দিন ধরে নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে ওদের মধ্যে ঝামেলা চলছিল। নিজেদের মধ্যে আগেও ওদের বচসা হয়েছে ট্রেনে।’’ শম্ভু দাস নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ওভারব্রিজ দিয়ে ঝগড়া করতে করতে নামছিলেন তিন জন। তাঁদেরই এক জন অন্য জনকে ছুরি দিয়ে আঘাত করেন। নাক এবং কান কেটে যায় ওই তরুণীর।’’

রেল পুলিশ উত্তরপাড়া হাসপাতালে পৌঁছে দু’জনকেই জিজ্ঞাসাবাদ করেছে। জানা গিয়েছে, আক্রান্ত তরুণীর নাম রিমা সিংহ। তিনি শ্রীরামপুরের বাসিন্দা। হামলাকারীর নাম করুণা দাস। তাঁর বাড়ি কুন্তিঘাটে।

Advertisement
আরও পড়ুন