গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ।ফলে বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচইকরণ বন্ধ। গত সোমবার থেকে কাজ শুরুর কথা ছিল, কিন্তু ওই দিন থেকেই সমস্যা শুরু হয়েছে।
মঙ্গলবারও তা ঠিক হয়নি। দিন দু’য়েক ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাঁদের নিবন্ধন এবং আধার-ভিত্তিক যাচাইকরণ ছাড়াই ফিরে যেতে হয়। তার জেরে বিক্ষিপ্ত ক্ষোভের মুখেও পড়তে হয় কর্মী এবং আধিকারিকদের। এ দিন সকালে রাজ্যস্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পোর্টাল ‘আপগ্রেড’ করে বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে। এই পরিস্থিতিতেসার্বিক ভাবেই কাজ কিছুটা পিছিয়ে গেল বলে জানিয়েছেন বিডিওরা। যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের এক আধিকারিক বলেন, “আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলেআমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারব বলে আশা করছি। সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে।” তিনি জানান, সরকারি নির্ঘণ্ট অনুয়ায়ী, ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আবাসে অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ করতে হবে। সেই মতো তাঁদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে ১৫ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে।
বাংলা আবাসে সমীক্ষার কাজ শেষ হয় ২৭ নভেম্বর। ওই দিন থেকেই ত্রি-স্তর পঞ্চায়েতে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’দের তালিকা ঝোলানোহয়। সেই তালিকায় আরও অযোগ্য থাকলে বা যোগ্য কেউ বাদ গেলকিনা তা নিয়ে ৪-৫ ডিসেম্বর গ্রামসভা ডেকে প্রকৃত যোগ্যদের অনুমোদনকরা হয়। ৯ ডিসেম্বর ব্লকস্তরের চার জনের কমিটি তা খতিয়ে দেখে অনুমোদন করে। জেলাস্তর থেকে আজ, বুধবার চূড়ান্ত অনুমোদনহওয়ার কথা।