South-Eastern Rail

প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি কোনায়! হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ, সমস্যায় যাত্রীরা

রেলের মুখ্য জনসংযোগ আধিকারি আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত ট্রেন পরিষেবা চালু হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১১:১৬
Train operation between Howrah-Amta line is halted due to snapping of overhead wire near Kona

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ। নিজস্ব চিত্র।

লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় ব্যাহত হল রেল পরিষেবা।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, কোনা স্টেশনের অদূরে হাওড়া-আমতা শাখায় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে ওভারহেডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ওই শাখায় আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

Advertisement

কোনা স্টেশনের কাছে ওই ঘটনার জেরে অফিস টাইমে সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, ৯.৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। রেলে আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত মেরামতি কাজ শুরু হয়েছে। তাড়াতাড়ি ট্রেন পরিষেবা চালু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement