Robber-Cops Clash

ডাকাতি করে পালানোর সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা, আহত দুই, গ্রেফতার দুই

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে এসটি-কেকে রোড দিয়ে দু’টি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। তারা ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ০২:৩৩
পুলিশের গাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা।

পুলিশের গাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। —নিজস্ব চিত্র।

ডাকাত দলের পিছু ধাওয়া করা পুলিশের গাড়িতে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। হুগলির মগরার এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের এক জনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় দু’জন পুলিশকর্মী আহত হন।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে এসটি-কেকে রোড দিয়ে দু’টি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। তারা ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে। সেই সময় নম্বর প্লেটহীন দু’টি বাইকে চার দুষ্কৃতী কল্যাণী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিশ বাইক দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এর পর দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ। বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এর পর কালীতলা ব্রিজের কাছে দুষ্কৃতীদের রাস্তা আটকায় পুলিশ। ব্রিজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিংয়ে ধাক্কা মারে দুষ্কৃতীরা। সেই সময় পিছনে চলে আসে পুলিশের গাড়ি। দুষ্কৃতীদের কাছে ছিল বোমা ভর্তি ব্যাগ। সেই ব্যাগই তারা ছুড়ে মারে পুলিশের গাড়ির সামনে। গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে যায়। দু’জন পুলিশকর্মী আহত হন। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

হুগলি গ্রামীণ পুলিশ জেলার সুপার কামনাশিস সেন বলেন, “দুটো বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিংয়ের সময় পুলিশের আরটি ভ্যানে বোমা মেরেছে তারা। দু’টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমে এক জনকে ধরা হয়েছিল। পরে আরও এক জন ধরা পড়ে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল। পুলিশের কারও বড় ক্ষতি না হলেও গাড়িটির ক্ষতি হয়েছে।”

Advertisement
আরও পড়ুন