Maharashtra Assembly Election 2024

শেষ পর্যন্ত বৃহস্পতিবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন কি, প্রশ্নের উত্তরে ধোঁয়াশাই রাখলেন শিন্ডে

বিজেপির একটি সূত্র অবশ্য দাবি করছে, শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপদ নেবেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২২:৫০
(বাঁ দিকে) দেবেন্দ্র ফডণবীস, একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার।

(বাঁ দিকে) দেবেন্দ্র ফডণবীস, একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার। ছবি: পিটিআই।

মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ লাভের পরে তাঁরা তিনি জন একসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন বুধবার সন্ধ্যায়। সেখানে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস এবং এনসিপি (অজিত) প্রধান অজিত পওয়ারের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথা ঘোষণা হল। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে ঊহ্য রইল শিন্ডেসেনার প্রধান একনাথ শিন্ডের প্রসঙ্গ।

Advertisement

বিজেপির একটি সূত্র অবশ্য দাবি করছে, শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজাদ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উপমুখ্যমন্ত্রী পদে শপদ নেবেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। কিন্তু শিবসেনা (শিন্ডে)-র তরফে বৃহস্পতিবার রাতে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও যৌথ সাংবাদিক বৈঠকে শিন্ডে জানিয়েছেন, বুধবার রাতে ফডণবীস তাঁর বাড়িতে গিয়ে মন্ত্রিসভায় যোগদানের অনুরোধ জানিয়েছেন। কিন্তু সেই অনুরোধ তিনি গ্রহণ করবেন কি?

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তাঁর ‘তাৎপর্যপূর্ণ’ মন্তব্য— ‘‘আগামিকাল বিকেল পর্যন্ত অপেক্ষা করুন।’’ শিন্ডের পাশে বসা অজিত তখন হাসতে হাসতে বলেন, ‘‘আমি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছি। উনি (শিন্ডের দিকে ইঙ্গিত করে) কাল বিকেলেই তা জানতে পারবেন।’’ অজিতের ওই মন্তব্যের পরে শিন্ডে হেসে বলেন, ‘‘অজিতদাদা তো সকালে এক বার, বিকেলে এক বার শপথ নিতে পারেন।’’ তাঁর এই মন্তব্যকে আদতে ব্যাজস্তুতি বলেই মনে করছে বিজেপির একাংশ।

ইতিহাস বলছে, ২০১৯-এর বিধানসভা ভোটের পরে অবিভক্ত এনসিপির পরিষদীয় নেতা অজিত ‘বিদ্রোহী’ হয়েছিলেন। তাঁর সমর্থন পেয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন বিজেপির ফডণবীস। অজিত হন উপমুখ্যমন্ত্রী। কিন্তু এনসিপি পরিষদীয় দলে ভাঙন ধরাতে ব্যর্থ হয়ে ইস্তফা দিতে হয় তাঁদের দু’জনকে। এর পর অজিত আবার তাঁর কাকা শরদ পওয়ারের শিবিরে আশ্রয় নেন। তাঁকে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহাবিকাশ আঘাড়ী জোট সরকারের উপমুখ্যমন্ত্রী করেছিলেন শরদ। কিন্তু ২০২২-এ উদ্ধব সরকারের পতনের কয়েক মাস পরে সংখ্যাগরিষ্ঠ এনসিপি বিধায়ককে নিয়ে বিজেপির সহযোগী হন তিনি।

বিধানসভা ভোটে বিপুল জয়ের ঠিক ১১ দিনের মাথায় বুধবার মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি! জোটের তিন নেতা— ফডণবীস, শিন্ডে এবং অজিত রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানান। রাজভবন থেকে বেরিয়ে ভাবী মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনপত্র জমা দিয়ে সরকার গড়ার দাবি জানিয়েছি। তিনি আমাদের বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টায় শপথের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’’ বিজেপির একটি সূত্র জানাচ্ছে, দফতর ভাগাভাগি নিয়ে এখনও কিছু মতভেদ থাকায় বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে পুরো মন্ত্রিসভা শপথ না-ও নিতে পারে। সে ক্ষেত্রে বিজেপির ফডণবীস মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তাঁর সঙ্গে শিবসেনা (শিন্ডে) প্রধান একনাথ এবং এনসিপি (অজিত) সভাপতি অজিত উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করবেন। কিন্তু মুখ্যমন্ত্রিত্ব হারানো শিন্ডে তাতে রাজি হবেন কি? বৃহস্পতির বিকেলেই সম্ভবত অবসান হবে সেই জল্পনার।

Advertisement
আরও পড়ুন