Howrah Beautification

কলকাতার মতো এ বার হাওড়াতেও গঙ্গার ধারে সৌন্দর্যায়ন, উদ্যোগী পুরসভা

কলকাতার মতো এ বার হাওড়াতেও গঙ্গার ধারে সৌন্দর্যায়ন করতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা ও প্রশাসন। গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গার পাড় বরাবর এই কাজ হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০

—নিজস্ব চিত্র।

কলকাতার মতো এ বার হাওড়াতেও গঙ্গার ধারে সৌন্দর্যায়ন করতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা ও প্রশাসন। গ্র্যান্ড ফোরশোর রোডে গঙ্গার পাড় বরাবর এই কাজ হবে। শুক্রবার পুলিশ প্রশাসন ও পুরসভার আধিকারিকেরা ওই এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। এর পর লঞ্চে চেপে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে হাওড়া ফেরি ঘাট পর্যন্ত পরিদর্শন করেন। আলোচনা করা হয়, ঠিক কী ভাবে সৌন্দর্যায়ন করা যেতে পারে।

Advertisement

হাওড়ার পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘‘জেলাশাসক দিপাপ প্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী ও পুর কমিশনার ধবল জৈন এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে আলোচনা হয়, কী ভাবে সৌন্দর্যায়ন করা হবে, সবুজায়ন করা হবে। আলো লাগানো হবে। মানুষ যাতে বসে গঙ্গার দৃশ্য উপভোগ করতে পারে, তার ব্যবস্থা করা হবে। তৈরি করা হবে ক্যাফেটেরিয়া। লঞ্চে যারা কলকাতার দিক থেকে হাওড়া আসবেন, তারাও হাওড়ার গঙ্গার পাড়ের সৌন্দর্য্য দেখতে পাবেন।’’

প্রসঙ্গত, গ্র্যান্ড ফোরশোর রোডে দুর্গাপুজার কার্নিভাল হয়। তাই এই জায়গা উন্নয়নের জন্য জোর দিচ্ছে পুরসভা। সুজয় বলেন, ‘‘আজ পরিদর্শনের পর পাইলট প্রজেক্ট বানিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। পুরসভা ও প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসীও। ফোরশোর রোডের কাছেই থাকেন মোনালিসা কর্মকার। তিনি বলেন, ‘‘৫০০ বছরের পুরনো শহর হাওড়ার উন্নয়নের অনেক কাজ হচ্ছে। গঙ্গার পাড়ে সৌন্দর্য হলে ভালই হবে।’’

আরও পড়ুন
Advertisement