Howrah’s Garbage Crisis

আবর্জনা থেকে মুক্তির দাবিতে অবরোধ হাওড়ায়, দু’দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, আশ্বাস পুরসভার

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামায় গত ২২ মার্চ থেকে শহরের জায়গায় জায়গায় আবর্জনা জমেছে। বিকল্প ভাগাড় হিসাবে কলকাতার ধাপা বাছা হলেও শহর এখনও জঞ্জালমুক্ত হয়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৩:৫১
Howrah residents block roads demanding garbage clearance

পথ অবরোধের পর হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায় চলছে সাফাই অভিযান। —নিজস্ব চিত্র।

ভ্যাটগুলি উপচে পড়েছে আবর্জনায়। ভ্যাটের জঞ্জাল দখল করেছে রাস্তা। অলিগলি থেকে বড় রাস্তা— হাওড়া শহরের ছবি এখনও পাল্টায়নি। জঞ্জাল যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিভিন্ন পদক্ষেপ করছে পুরসভা। রাতভর আর্বজনা সাফাইয়ের কাজ চলছে। কিন্তু তার পরও জঞ্জাল যন্ত্রণা থেকে সুরাহা নিয়ে সংশয়ে স্থানীয়েরা। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অবরোধ করেন তাঁরা। দাবি, আবর্জনামুক্ত শহর! স্থানীয়দের দাবি, শহর আবর্জনায় ভরে আছে। কিন্তু তাতে হুঁশ নেই পুরসভার।

Advertisement

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামায় গত ২২ মার্চ থেকে শহরের জায়গায় জায়গায় আবর্জনা জমেছে। বিকল্প ভাগাড় হিসাবে কলকাতার ধাপা বাছা হলেও শহর এখনও জঞ্জালমুক্ত হয়নি। বহু জায়গায় আগের আবর্জনা ভ্যাটেই পড়ে রয়েছে। বিগত কয়েক দিন ধরে হাওড়ার অন্যতম সমস্যাই বিভিন্ন ভ্যাটে জমে থাকা জঞ্জালের স্তূপ।

রবিবার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন স্থানীয়েরা। পুরসভার গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁরা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন এলাকার আবর্জনা পরিষ্কার হয়নি। ভ্যাটের আবর্জনা রাস্তায় ভরে আছে। রাস্তা দিয়ে হাঁটাচলা দায়। সেই সঙ্গে দুর্গন্ধে ভরেছে এলাকায়। দীর্ঘ ক্ষণ অবরোধ চলে।

বিক্ষোভকারীদের দাবি, ভ্যাট সরাতে হবে। যদি তা না হয়, তবে বৃহত্তর আন্দোলনেও নামবে বলেও হুঙ্কার দেন তাঁরা। পরে পুর প্রশাসকদের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে। এদিকে, রবিবারও চলছে সাফাইয়ের কাজ। হাওড়ার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, আবর্জনা পরিষ্কারের জন্য ওই এলাকায় অতিরিক্ত ১৫টি গাড়ি কাজ করছে। রবিবার আরও গাড়ি নামানো হবে। আগামী দু’দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Advertisement
আরও পড়ুন