Howrah Hospital

আরজি কর-কাণ্ডের মধ্যেই হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানি! অভিযুক্তের সাত দিনের পুলিশি হেফাজতে

আরজি কর-কাণ্ডের মধ্যেই হাওড়া জেলা হাসপাতালে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় ধৃতকে সোমবার হাওড়া আদালতের পকসো কোর্টে হাজির হয়। বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৮

—নিজস্ব চিত্র।

আরজি কর-কাণ্ডের মধ্যেই হাওড়া জেলা হাসপাতালে এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় ধৃতকে সোমবার হাওড়া আদালতের পকসো কোর্টে হাজির হয়। বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

Advertisement

গত শনিবার রাতে হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান রুমে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। ওই কিশোরীর পরিবার সিটি স্ক্যান বিভাগের এক বেসরকারি কর্মীর বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করে। হাসপাতাল থেকেও ওই কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁকে শোকজ় করা হয়। গত শনিবার রাতে হাওড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের পর রবিবার তাঁকে হাওড়া আদালতে হাজির করানো হলে বিচারক এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতের পকসো কোর্টের এজলাসে হাজির করানো হয়। বিচারক তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এ দিকে, ঘটনার দিন ওই কিশোরীর ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দিয়েছিলেন এক মহিলা। ওই কিশোরীর পরিচয় প্রকাশ করার জন্য ওই মহিলার বিরুদ্ধে মামলা শুরু করতে চলেছে হাওড়া সিটি পুলিশ। এমনটাই জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement