Accident

হাও়ড়ায় পথ দুর্ঘটনায় মৃত তিন, লরি-ডাম্পারের ধাক্কায় প্রাণ গিয়েছে দু’জনের, দৃশ্যমানতা কমে যাওয়াই কারণ?

হাওড়ার উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের। জখমও হয়েছেন এক জন। প্রথমে নিয়ন্ত্রণ হারানো একটি লরির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়। প

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৬:১৭

—প্রতীকী চিত্র।

হাওড়ার উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু দু’জনের। জখমও হয়েছেন এক জন। প্রথমে নিয়ন্ত্রণ হারানো একটি লরির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়। পরে ওই গাড়িগুলিকে সরানোর সময় ক্রেনে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। সেই ঘটনাতেও মৃত্যু হয় এক জনের। বাগনানের কাছাড়িপাড়ায় একটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক লরিচালকের।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে উলুবেড়িয়ার বীরশিবপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে টায়ার ফেটে একটি লরি ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে ওই লরির পিছনে। সেই ঘটনায় মৃত্যু হয় ডাম্পারচালক। সেই ঘটনার পর ক্রেন এনে ওই ডাম্পার ও লরিটিকে সরানোর ব্যবস্থা হচ্ছিল। ঠিক সেই সময় অন্য লেন থেকে একটি ম্যাটাডোর এসে ধাক্কা মারে ক্রেনে। তাতে মৃত্যু হয় আর এক জনের। আহতও হন এক জন। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।

বাগনানের কাছাড়িপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে অন্য ঘটনাটি ঘটেছে। লোহার পাত বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে। সেই ঘটনায় মৃত্যু হয় চালকের। পর পর দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে ব্যাহত হয় যান চলাচল। পুলিশের অনুমান, শীতের সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে গিয়েই এই ধরনের দুর্ঘটনা ঘটে।

Advertisement
আরও পড়ুন