Coffee Stain

চা-কফির তলানিটুকু পড়ে থাকতে থাকতে দাগ হয়ে যায় কাপে, কী ভাবে তা তুলবেন?

কাপ বা মগে চা-কফির তলানিটুকু দীর্ঘ ক্ষণ পড়ে থাকলে দাগ হয়ে যায়। প্রতি হেঁশেলেরই সমস্যা এটি। এমন হলে কোন উপায়ে কাপটি পরিষ্কার করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৬:০১
চা-কফির তলানি পড়ে থেকে দাগ হয়ে গিয়েছে ভাল মগে?

চা-কফির তলানি পড়ে থেকে দাগ হয়ে গিয়েছে ভাল মগে? ছবি:ফ্রিপিক।

সকালের চায়ে হোক বা কাজের ব্যস্ততায় কফিতে চুমুক, খেয়ে কেউ কাপ বা মগটি টেবিলেই ফেলে রাখেন। কেউ সেটি বাসন ধোয়ার বেসিন পর্যন্ত নিয়ে গেলেও, তলানিটুকু কাপেই পড়ে থাকে যত ক্ষণ না সেটি ধোয়া হচ্ছে।

Advertisement

চা এবং কফিতে থাকে ট্যানিন। তার প্রভাবেই কফি হোক বা মগে বাদামি ছোপ পড়ে যায়। আর একবার দাগ ধরলে সাবান দিয়ে ঘষাঘষিতেও তা উঠতে চায় না। তার জেরে অনেক সময় নষ্ট হয়ে যায় বোন চায়নার শৌখিন কাপও। গাড়িতে যেতে যেতে কফি খাচ্ছেন। কফির শেষটুকু ঘণ্টার পর ঘণ্টা পড়ে থেকে দাগ পড়ে যায় ভ্রমণের সময় ব্যবহৃত স্টেনলেস স্টিল ব্যবহৃত ইনসুলেটেড মগেও। কী ভাবে সেই দাগ তোলা যাবে?

১. কফি মগ বা বোন চায়নার শৌখিন কাপ কিন্তু সাবান আর জালি দিয়ে ঘষলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ঘষাঘষিতে আঁচড় বা দাগ পড়তে পারে। তাই দাগ তুলতে কাপ অথবা মগ তরল সাবানে বেশ কিছু ক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। তার পর নরম স্পঞ্জ দিয়ে ঘষে নিলে দাগ উঠে যাবে।

২. সাবানে ভিজিয়ে রাখা সত্ত্বেও দাগ না উঠলে জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণটি দাগের উপর লাগিয়ে রাখুন ৫-১০ মিনিট। তার পর স্পঞ্জের সাহায্যে ঘষে নিন। তার পর তরল সাবান দিয়ে ধুয়ে নিন কাপ অথবা মগ। সেটি ঝকঝকে হয়ে উঠবে।

৩. দাগ হয়ে যাওয়া কাপ বা মগে সাদা ভিনিগার ঢালুন। অর্ধেকটা সাদা ভিনিগার থাকবে আর বাকিটা গরম জল। এ ভাবে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন কাপ। তার পর সাবান দিয়ে ধুয়ে নিন।

ট্রাভেল কফি মগ পরিষ্কারের ক্ষেত্রে একই নিয়ম কার্যকর। তবে এই ধরনের মগ অনেক সময় বেশ লম্বাটে হয়। ভিতরে থাকে স্টেনলেস স্টিল। সে ক্ষেত্রে মগ পরিষ্কারের জন্য বোতল পরিষ্কারের ব্রাশ ব্যবহার করতে পারেন। দাঁত মাজার নরম ব্রাশও ব্যবহার করা যায়। বাকি নিয়ম অবশ্য একই।

Advertisement
আরও পড়ুন