Accident

রাস্তার পাশে বসে তাসের আসর, আচমকাই পিষে দিল মদবোঝাই পিকআপ ভ্যান! পান্ডুয়ায় মৃত দুই

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বৈঁচির নুনিয়াডাঙা এলাকার গুড়াপ-কালনা রোডে ঘটনাটি ঘটেছে। মৃত দীপক সরকার (৩৯) এবং হীরালাল রায় (৬৮)-এর বাড়ি নুনিয়াডাঙা এলাকাতেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২১:৪৪
সরানো হচ্ছে পিকআপ ভ্যানটিকে।

সরানো হচ্ছে পিকআপ ভ্যানটিকে। —নিজস্ব চিত্র।

রাস্তার পাশে বসে তাস খেলছিলেন কয়েক জন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উল্টে গেল মদবোঝাই একটি পিকআপ ভ্যান। বুধবার রাতে হুগলির পান্ডুয়ায় এই ঘটনায় প্রাণ গেল দু’জনের। জখম চার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বৈঁচির নুনিয়াডাঙা এলাকার গুড়াপ-কালনা রোডে ঘটনাটি ঘটেছে। মৃত দীপক সরকার (৩৯) এবং হীরালাল রায় (৬৮)-এর বাড়ি নুনিয়াডাঙা এলাকাতেই। গাড়ির চালক-সহ জখম চার জনকে পান্ডুয়া থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈঁচির দিক থেকে গুড়াপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। নুনিয়াডাঙা কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জনা ছয়েক গ্রামবাসী তাস খেলছিলেন। তাঁদেরই গিয়ে পিষে দেয় নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। গাড়ির তলা থেকে আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় আরও এক জনের। পরে বাকিদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়।

বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘প্রতি দিনই ওই চায়ের দোকানের পাশে মাচায় বসে কয়েক জন তাস খেলেন। আজ হঠাৎ করেই মদবোঝাই গাড়িটি তাঁদের উপর উল্টে নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশ এবং স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগায়। হাইড্রা মেশিন নিয়ে এসে গাড়িটিকে তোলা হয়েছে।’’

হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র বলেন, ‘‘নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি কয়েক জনের উপর পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন