Rain Forecast

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণের চার জেলায় ভারী বর্ষণ, ভিজবে উত্তরের জেলাগুলিও

বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭
কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভা।

কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভা। ফাইল চিত্র।

মেঘলা আকাশ দিয়ে রবিবারের সকাল শুরু হয়েছে কলকাতার। যদিও বেলা গড়াতেই রোদের দেখা মিলেছে শহরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisement

শহরে আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গত ক’দিন বৃষ্টির অভাবে অস্বস্তিকর গরমে পুড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকা। শনিবার সন্ধ্যার পর কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। যার ফলে সাময়িক স্বস্তি পাওয়া গিয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার উত্তরের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকার কারণেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement
আরও পড়ুন