— প্রতিনিধিত্বমূলক চিত্র।
পৌষের শেষে ফের বদল আবহাওয়ায়। বুধের ভোর থেকে কমল তাপমাত্রা। বৃহস্পতিবার তাপমাত্রা আরও একটু কমবে বলে জানিয়েছে আলিপুর। শুক্রবারের মধ্যে পারদ স্বাভাবিকের কাছাকাছি নেমে আসতে পারে। কলকাতায় তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। তার পরের চার দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী ১০ জানুয়ারি নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে রাজ্যে প্রবেশে বাধা পেতে পারে উত্তুরে হওয়া। তখন পারদ ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
মঙ্গলবারের চেয়ে বুধবার কলকাতার তাপমাত্রা সামান্যই কমেছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। মঙ্গলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। বুধবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা এর আশপাশেই থাকার সম্ভাবনা রয়েছে।
আপাতত দক্ষিণের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়।