Mamata Banerjee

Mamata Banerjee: বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মমতাকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ধনখড়

একই সঙ্গে বিধায়ক পদে শপথ নেবেন আমিরুল ইসলাম, জাকির হোসেনও। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ধনখড়। জানিয়েছেন টুইট করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ১৬:৪৭
বৃহস্পতিবার মমতার শপথ।

বৃহস্পতিবার মমতার শপথ। গ্রাফিক— শৌভিক দেবনাথ।

৭ অক্টোবর, বৃহস্পতিবার, বিধায়ক হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় গিয়ে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিকেলে টুইট করে ধনখড় এ কথা জানান। একই সঙ্গে বিধায়ক পদে শপথ নেবেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন।

Advertisement

মমতার শপথ কোথায় হবে, রাজভবন না বিধানসভা, শপথ বাক্যই বা কে পাঠ করাবেন, রাজ্যপাল না অধ্যক্ষ, তা নিয়ে জল্পনা চলছিল। গুঞ্জন ছিল, রাজভবনে মমতার শপথের অনুষ্ঠান হলে সেখানে উপস্থিত নাও থাকতে পারেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ধনখড়ের টুইটে সেই জল্পনার অবসান। তবে একই সঙ্গে এটাও স্পষ্ট হল, মমতাকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপালই, স্পিকার নন।

Advertisement
আরও পড়ুন