Rail Accident

কয়লাবোঝাই মালগাড়ির চাকা খুলে গেল বীরভূমে! থমকে আপ লাইনে ট্রেন চলাচল, ফের দুর্ভোগ

সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। হঠাৎই কয়লাবোঝাই ওই মালগাড়িটির একটি বগির চাকা ভেঙে যায়। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:২৫
দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধারকাজ।

দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। —নিজস্ব চিত্র।

আবার লাইনচ্যুত হল মালগাড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ রোড রেলস্টেশনের কাছে।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। হঠাৎই কয়লাবোঝাই ওই মালগাড়িটির একটি বগির চাকা ভেঙে যায়। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে ইতিমধ্যে দুর্ভোগ শুরু হয়েছে। সকাল ১০টার আগে থেকে বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বীরভূম রেলস্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ইত্যাদি। দুর্ভোগে যাত্রীরা।

রেল সূত্রের খবর, লাইন পরিষ্কারের কাজ চলছে। শীঘ্র ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement
আরও পড়ুন