Agnipath Scheme

Agnipath Protest: অগ্নিপথ বিক্ষোভ: রেলের চাকরির পরীক্ষা-স্পেশাল ট্রেন বাতিল হাওড়া, শিয়ালদহ থেকে

রেল জানিয়েছে, হাওড়া–গয়া, হাওড়া-পটনা এবং কলকাতা-সমস্তিপুর পরীক্ষা-স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ০৩:২৪

ফাইল চিত্র।

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে রেলপথে। একাধিক জায়গায় ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল। এ বার হাওড়া এবং শিয়ালদহ থেকে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ ট্রেন বাতিল করল পূর্ব রেল। রেল সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করে তারা ওই ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে।

রেল জানিয়েছে, হাওড়া–গয়া, হাওড়া-পটনা এবং কলকাতা-সমস্তিপুর পরীক্ষা-স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেলের পরীক্ষা দিতে যাওয়ার সুবিধার্থে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু চার দিকে যা পরিস্থিতি, তাতে সেই পরীক্ষা-স্পেশাল বাতিল করতে বাধ্য হয়েছে রেল।’’

Advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশ জুড়ে অন্তত ১২টি ট্রেনে আগুন জ্বালানো হয়েছে। ৩০০টি ট্রেনের যাত্রাপথ প্রভাবিত হয়েছে। ২১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। ১১টি ট্রেন ঘুরপথে চালানো হয়েছে এবং অন্তত ৯০টি ট্রেন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করলেও তা পৌঁছতে পারেনি। মাঝ পথেই থমকে দাঁড়িয়ে রয়েছে। এই আবহে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শান্তিরক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি দেশের যুবসম্প্রদায়ের কাছে আবেদন করতে চাই, হিংসাত্মক প্রতিবাদ আন্দোলনে জড়িয়ে পড়ে রেলের সম্পত্তি ধ্বংস করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি।’’

অশান্তির আশঙ্কায় বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস এবং হাওড়া-জয়নগর এক্সপ্রেস।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন