গ্রাফিক: শৌভিক দেবনাথ।
জনশ্রুতি রয়েছে, রামের জন্মের অনেক আগেই নাকি রামায়ণ লিখেছিলেন বাল্মীকি। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের আগেই অভিনন্দন জানালেন ‘সফল ছাত্রছাত্রীদের’। ঘটনাচক্রে, যাঁর দলের সঙ্গে রামের ‘সম্পর্ক’ গভীর।
শুক্রবার দিলীপ টুইটারে লেখেন, ‘উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের আমার অভিনন্দন জানাই। জীবনে অনেক বড় হও, এগিয়ে চলো, দেশের মানুষের পাশে দাঁড়াও এই কামনা করি।’
Greetings to all the students who successfully passed Higher Secondary Examinations.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) June 10, 2022
I wish you all achieve your dreams, fulfill your endeavors and work for the country for the betterment of the people. pic.twitter.com/RjhjNUT7kB
সকাল ১০টা ১৯ মিনিটে করা ওই টুইটে বাংলার পাশাপাশি ইংরেজিতেও উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও শুক্রবার বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ!
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।